- যে মানবের কথায় জীবনকে জেনেছি
বুঝেছি জীবনের মর্মার্থ,
তাই আজ গায় জীবনের জয় গান।
মানব জীবনকে সত্যের আলো দিতে
লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়,
জগতে সেই মানব জীবনই মহান।
সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে
ধন্য হবে জীবন,
কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট।
সেই মহামানবের আদর্শ জগতের সেরা
মান তবে দৃঢ়ভাবে,
মানলে হবে না তো কোনো কিছু নষ্ট।
৩৭৩জন
৩০০জন
১০টি মন্তব্য
তৌহিদুল ইসলাম
সময়াভাবে মন্তব্য করা হয় না আসলে। তবে আপনার লেখা ভালো লাগে। লিখতে থাকুন, শুভকামনা জানবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা।
সুস্থ থাকুন। ভালো থাকুন।
আরজু মুক্তা
মহামানব এর পথ ধরে হই আগুয়ান
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক।
সদা সুস্থ থাকুন।
পপি তালুকদার
মহামানবের পথে চলাই জীবনের আসলো দিশা হোক।
সত্য ও সুন্দর গ্রহন করা তার পথে চলা জীবনের মূল উদ্দেশ্য হোক সবার।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল
হালিমা আক্তার
ভুলে যাই মহামানবের দেখানো পথ। তাইতো সঠিক পথে চলে না আমাদের রথ। শুভকামনা। ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
মহামানবের দেখানো পথে জীবন তরী বয়ে চলুক। ঈশ্বর আপনার মঙ্গল করুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সদা প্রিয় পাঠক।