জীবন নদে পদে পদে
বাধা কত ভাই
জীবন সুখে হাসি মুখে
প্রহর কাটে নাই।
জীবন পথে রথে রথে
নানা রকম খেল,
সাথী ভালো জীবন আলো
নইলে দুখের ভেল।
জীবন সাথী রাতের বাতি
থাকবে আমার সাথ,
নানা বাধা সাথী রাঁধা
কাটবে কত রাত।
জীবন আশা সাথীর ভাষা
মিষ্টি মধুর গান,
হাতে রেখে সাথে থেকে
জুড়ায় মন আর প্রাণ।
জীবন বাঁকে নানা হাঁকে
সাথী আলো মোর,
চেয়ে দেখি সাথী একি
সাথে বড় জোর।
রচনাকালঃ
১০/০৭/২০২১
৪+৪/৪+১
++++++++
আচরণ
জাহাঙ্গীর আলম অপূর্ব
পিতা মাতার বিশৃঙ্খলায়
কাঁপে শিশু ভয়ে,
বিশৃঙ্খলার ভেতর থেকে
সব জ্বালা যায় সয়ে।
কোমল মনে আঘাত পায়’রে
ছোট্ট একটা শিশু
তাদের সাথে ভালো কথা
বলতে হবে যিশু।
নইলে তারা বিপথ যাবে
হবে না’কো ভালো,
জীবন থেকে মুছে যাবে
ধরার সকল আলো।
ছেলেমেয়ের সামনে রে ভাই
রীতি ভালো রাখো
পরিবারের সবে মিলে
সুখে শান্তি থাকো।
পিতা মাতার আচরণে
সন্তান পায় ভাই কষ্ট,
একটি ভুলের জন্য হয়’রে
কয়টা জীবন নষ্ট।
৪+৪/৪+২
রচনাকালঃ
১০/০৭/২০২১
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
অসম্ভব ভালো লাগা একটি কবিতা। আরও লিখুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অন্যটা ভালো লাগে নি।
শুভকামনা রইল সতত প্রিয় ।
মোঃ মজিবর রহমান
ভালোর মাঝেই ভালো থেকে উত্তম শব্দ চয়ন হই, অন্যটা খারাপ তাতো বলি নাই ভাইটি। আর সব বুঝার ক্ষমতা এই ছোট্ট মগজে নাই ভাই। সতত ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
আমি বুঝেছি আপনার কথা।
বললাম আমার হঠাৎ কোনে জায়গায় লেখা মিছ হয়েছে কিনা তাই।
শুভকামনা রইল।।।।
কামাল উদ্দিন
৪+৪ বা ৪+২ এসব বুঝি না তবে উপদেশ মূলক ছন্দগুলো বেশ ভালো লেগেছে……..শুভ কামনা জানবেন ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ছন্দের মাত্রা বিন্যাস।
শুভকামনা রইল সতত প্রিয়।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লিখেছেন ভাইয়া — জীবন বাঁকে নানা হাঁকে
সাথী আলো মোর,
চেয়ে দেখি সাথী একি
সাথে বড় জোর।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল প্রিয়।।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইল ভাইয়া।
হালিমা আক্তার
চমৎকার কবিতা। ভালো লাগলো। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।
আরজু মুক্তা
জীবনমুখী কবিতা। ভালো লাগলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।।।
শুভকামনা রইল সতত।।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার কথাগুলো খুব ভালো লাগলো। ছন্দের মিলগুলো ভালো হয়েছে। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।।