
অন্যের টাকা মেরে দিয়ে কেউ সফলতা পায় না। তারপরও কেন মানুষ মিথ্যার বেসাতি করে। নিজে সম্পদশালী হয়েও সামান্য টাকার লোভ সামলাতে পারে না। খুব করুণা হয় তাদের জন্য। এর পরিণাম যে কতটা ভয়াবহ বুঝতে চায় না। সাময়িক ইগো তাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যার টাকা আত্মসাৎ করেছে , তাঁর সাময়িক কষ্ট হলেও সে সফল। কারণ তথাকথিত ধনী এবং সম্পদশালী ব্যক্তির চেয়ে সে ধনী।
জীবন ক্ষণস্থায়ী। সেখানে ক্ষমতার বড়াই নিছক হাওয়াই মিঠাই। আজ যে ক্ষমতার জন্য জঘন্য আচরণ করা। কাল সৃষ্টিকর্তা তাকে টেনে হেঁচড়ে নামাবে না কে জানে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। জীবনের প্রতিটি হিসেব , মহান আল্লাহ পাক কড়ায় গন্ডায় মিটিয়ে দিবে। সময় থাকতে সাধু সাবধান। অন্যের ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করলে, তাহার হিসাব পলে পলে দিতে হবে।
ভেবনা নিরব আছি বলে।
দিয়েছি ছেড়ে।
সময়ের অপেক্ষায় আছি বসে।
ছবি – নেট থেকে সংগৃহীত
৬টি মন্তব্য
শামীনুল হক হীরা
আমার লেখা পোষ্ট করলে প্রকাশ দেখাচ্ছে না ,,কেন হচ্ছে বলতে পারেন?
হালিমা আক্তার
আমি তো বলতে পারবোনা ভাই।
খাদিজাতুল কুবরা
আপু জীবন সত্যিই এক হাওয়াই মিঠাই। স্বার্থান্ধ হয়ে সেটা আমরা অনেকেই ভুলে যাই।
হালিমা আক্তার
এই ভুলে যাওয়া টাই পরকালের কথা মনে করতে দেয় না। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
পুরো সমাজটা অস্থির হয়ে পড়েছে । কে কার টাকা মেরে নিবে ,মুখে এক ভিতরে আর এক এই হল অনেক মানুষের চরিত্র। মূল্য বোধের অভাব, কাউকে বিশ্বাস করা যায়না। ক্ষমতায় যারা আছে তারা ক্ষমতার অপব্যায় করে। মানুষকে সেবা না দিয়ে হয়রানী করে এগুলোই এখন স্বাভাবিক। কেউ নাই এগুলোর পরিবর্তনের জন্য। আসল কথা বলার জন্য অনেক ধন্যবাদ।
হালিমা আক্তার
খুব সুন্দর বলেছেন। সত্যি মূল্যবোধ এর অভাব প্রকট ভাবে দেখা যাচ্ছে। মুখোশের আড়ালে ভালো মন্দ চেনা দায়। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।