জীবন ও জীবিকা

সুপায়ন বড়ুয়া ২২ মে ২০২০, শুক্রবার, ০৮:৫৩:২৯অপরাহ্ন কবিতা ৩২ মন্তব্য

 

জীবন মানে প্রাণের স্পন্দন জীবিকার পাদটীকা
জীবিকা মানে বাঁচার উচ্ছাস জীবনের জয়টীকা।
জীবনই যদি না বাঁচে বন্ধু জীবিকা হয় মূল্যহীন
জীবিকাই যদি না থাকল বন্ধু জীবন হল অর্থহীন।

ডিম আগে না মুরগী আগে তর্কের কোন নাইতো শেষ
জীবন আর জীবিকা একসাথে থাকে সদা চলে নির্নিমেষ
ডিম ছাড়া মুরগী হয়না মুরগী বিহীন ডিম
জীবিকা বিহীন জীবন চলে না তুলনা অপরিসীম।

ক্ষুধার তাড়নায় শিশুরা যখন হাত পা ছুড়ে কাঁদে
মমতা জড়ানো মায়ের বুকটা কাঁটার মতো বিঁধে।
মা ও তার শিশুকে ডাকে হামাগুড়ি তুমি দাও
কষ্ট করে এসো বাবা দুধটা খেয়ে যাও।

শিশুরা যখন হামাগুড়ি দেয় মায়ের খুশি না ধরে
খোদার কাছে হাত তুলে বলে , বড় হও বাবা পড়ে।
ক্ষুধার তাড়নায় মানুষ ছুটে আজ জীবিকার সন্ধানে
বাঁচার জন্য পাগলের মতো কাজকে ভগবান জানে।

জন্মই যাদের আজন্ম পাপ তাদের আবার জীবন কি
তারা ও আবার বাঁচতে চায় সেটা আবার গোপন কি ?
জীবনের চাকা সচল রাখতে খাদ্য পথ্য নিতে হয়
আবাদি জমি পড়ে থাকলে শষ্য ভান্ডার ও শেষ হয়।

করোনার ভয়ে জীবন বাঁচাতে যারা ছিল গৃহবন্দী
ক্ষুধার তাড়নায় তারা করে আজ জীবিকার সাথে সন্ধি।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ