জীবন উপাখ্যান

হালিমা আক্তার ৮ জুলাই ২০২২, শুক্রবার, ১২:০৪:০৬পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

জীবনের রঙ কী

বহুপদী

জীবনের রস কী

টক, ঝাল, মিষ্টি।

জীবন কী

বুকে জমে থাকা

সফেদ ফেনিল সাদা

উত্তাল ঢেউ।

জীবন কী

চোখের কোণে জমানো

না দেখা অশ্রু বিন্দু।

জীবন কী

কনে দেখা আলোয়

প্রতীক্ষারত ঘোমটা টানা

লাজুক বধু।

জীবন কী

যোগ বিয়োগের

হিসাব মিলানো

বছর শেষে বদলানো

নতুন হালখাতা।

জীবন মানে কী

শুধু আক্ষেপ আর

হতাশায় কাটানো

দিনলিপি।

জীবন কী

ভাবনার পর ভাবনায়

মিলানো বৃত্তে আবদ্ধ

ঘূর্ণনরত কাঠের লাটিম।

জীবন কী

স্বপ্ন ছোঁয়া কোনো

পরশ পাথর

যার পরশে পলকে

বদলে দেয়া যায়

লাইফ স্টাইল।

জীবন কী

মহামারী, আমপান, কালবৈশাখীর

ঝড়ে লন্ড ভন্ড হয়ে যাওয়া

কৃষকের ক্ষুধার্ত শিশুর

নিষ্পলক চেয়ে থাকা।

জীবন কী

গল্প উপন্যাসে আঁকা

বাস্তব জীবনের

জলছবি।

জীবন কী

  তাহলে

  দৃশ্য পট বদলে যাওয়া

কোনো সূচারু উপাখ্যান।

ছবি সংগ্রহ- সোনেলা গ্যালারি

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ