জীবন অবিচল

কামরুল ইসলাম ৩০ জানুয়ারি ২০২২, রবিবার, ০৯:২৬:৩০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

কারো জীবন ধন্য 

কারো আবার নগন্য 

কারো জীবন পূণ্য 

কারো আবার ভিন্ন ।   

জীবন তো নদির মতো 

চির বহমান 

জোয়ার ভাটার খেলা 

তরল তার মান ।  

এক পাড় তার ভাঙে 

আরেক পাড়ে গড়ে পলি 

ভাঙা গড়ার খেলায় অবিরত 

জীবনের পদাবলি  । 

তার বুকে মাঝি গায় ভাটিয়ালী 

বিরহে ভাসে কচুরী পানা 

জীবন চলে জীবনের মতো  

নেই কারো ঠিকানা জানা । 

তবুও যেন স্বপ্নের আদলে 

বুকে বাঁধি ঘর  

জীবন জুড়ে আপন ভাবি যাকে 

সে ই হয় পর  ।  

তার পর ও থেমে নেই  

জীবন বেশ অবিচল   

হাঁসি কান্নার বেড়া জালে

হয়তো সফল,  নয়তো বিফল ।। 

রচনা কাল ঃ ৩০/০১/২০২২ 

ঢাকা

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ