জীবন অধ্যায়

হালিমা আক্তার ১৫ জুন ২০২২, বুধবার, ১১:১৮:৪২অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

বইয়ের পাতার মতো
জীবন খাতা যেন
ভিন্ন ভিন্ন অধ্যায়ে ভাগ করা।
এক এক অধ্যায়ে লেখা হয়
এক এক স্বপ্ন গাঁথা,
কোনো অধ্যায়ে রকমারি
চিত্র আঁকা যেন এক জলছবি।
কোনো অধ্যায়ে
স্বপ্ন পূরণের ছবি আঁকা,
কোনো অধ্যায়ে
সন্ধি না হয় বিচ্ছেদের কাব্য গাঁথা।
কোনো অধ্যায়ে
পরিবার, পরিজন সংসারের ব্যাস্ততা,
কোনো অধ্যায়ে আবার
রাতের নির্জনতায়, একাকিত্বের
পাঠ পড়ে নেয়া।
কোনো অধ্যায়ে
পাওয়ার আনন্দের জোয়ারে
মিলনের বাজে বীনা,
কোনো অধ্যায়ে
না পাওয়ার বেদনায়
হারায় সুখের তানপুরাটা।
আবার কোনো অধ্যায়ে চলে
শূন্যতা - পূর্ণতারসাদা -কালো আলপনা আঁকা,
কোনো অধ্যায়ে থাকে
প্রাপ্তি - অপ্রাপ্তির খতিয়ান।
শেষ অধ্যায়ে বইয়ের পাতার
শেষ মলাটের মতো ঘটে
জীবনের যবনিকা।।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ