জীবনের হিসেব

ফজলে রাব্বী সোয়েব ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৮:৩৫:০৮অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

খোলা আকাশের নিচে হাত পা ছড়িয়ে শুয়ে আছে রইসুদ্দি
বিস্তির্ণ মাঠের ঠিক মধ্যিখানে চোখ বুজে আছে।
না না, মরেনি সে, এখনও মরার মত বয়স হয়নি তার
যদিও মৃত্যু মানে না কোন বয়স, কোন সীমা।
জীবনের হিসেব নিকেশগুলো মেলানোর চেস্টায় রত।
সংখ্যা আর যোগ বিয়োগের মাঝে অনেক হিসাবেই
গড়মিল হয়ে আছে

ছেলেবেলায় বাবা মাকে হারালো, বয়সকালে সন্তান,
বউটা ছিল সেও গেল তাকে একা ফেলে রেখে
না ফেরার দেশে। তারপরও অদম্য মনোবল রইসুদ্দির,
সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার তাড়না,
কিন্তু জীবনের এই শেষ সময়ে হিসেবটা বড্ড গোলমেলে
হয়ে গেছে তার। হ্যাঁ শব্দটা গোলমেলেই হবে,
সে হারিয়েছে জীবনে অনেক কিছু, পেয়েছেও অনেক।
কিন্তু এখন যা আছে তা কার জন্য? কিসের জন্য?

রইসুদ্দির জীবনে আর পাওয়ার নেই কিছুই।
জীবনের পাওয়ার খাতায় এখন শূন্য ছাড়া আর
সব অংকই মুছে যাবে তার, এক মহাপ্রয়ানের মধ্য দিয়ে

জীবনের সায়াহ্নে রইসুদ্দি, এখন আর খোলা মাঠে নেই,
বাড়ির আঙ্গিনায় খাটিয়াতে শোয়ানো, দু চারজন অপেক্ষায়
আছে তার প্রয়াণের, কিন্তু কাঁদার কেউ নেই।
দুচোখ বুজলেই ওরা কবরে শায়িত করবে তাকে।
রইসুদ্দির দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে,
আস্তে আস্তে মুছে যেতে থাকে সব অংক,
একটা সময় সব মুছে যায়, পড়ে থাকে শূন্য

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ