
বাবু সুনা, তোমার হাসিতে মৃত শরীরে প্রাণ ফিরে পায়।
জীবনে নতুন অধ্যায় শুরু ,
শূন্য পকেট, ক্ষুধার্ত শরীর
কাজ খোঁজে ঘুরাফেরা নিত্য রুটিন
মায়া উপলব্ধি বেকারত্ব ঘোচাতে
প্রতি পাড়া চিহ্ন দেখায় নিয়তি।
আমি পৃথিবী অমাবস্যা অজাতি
আঁধার আলোয় পরিচিত মাটি আর গন্ধ,
গত দুদিন গেলো অনেক খাটাখাটুনি
শূন্য শরীরে সঞ্চারিত পতের ধূলো।
সমাজ শিক্ষা অজ্ঞাত পরিচয়
জীবনের নতুন অধ্যায় হিসাবে অবক্ষয়,
মানব মনুষ্যত্ব দেবত্বেরই রূপান্তর
আমার পদচারনা ধূলো আর দূর্গন্ধ।
এদিক ওদিক, এপথ সেপথ, অলিগলি
আজ কোন পথ নেই অজানা,
ধাপে ধাপে কাঁদে বিবেক পৃথিবী আমার অজানা !
শিক্ষা বিকাশে তথ্যপ্রযুক্তি, প্রতিমন্ত্রী
আমাদের বিকাশে প্রকৃতি,
বস্তির এমুড়া ওমুড়া পঁচা গন্ধ আর-
জীবনের নতুন অধ্যায় দেখি সমাজের চোখ অন্ধ।
যার জীবনে এতো সঙ্কট
সেও পারে সাজাতে অন্যের জীবন!
তবে কেই দেয়নি নেতৃত্ব
সে নিজেই খোঁজে নিয়েছে নিজের আনন্দ?
সঞ্জয় মালাকার //
Thumbnails managed by ThumbPress
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
শিশুদের মাঝেই লুকিয়ে আছে অপার সম্ভবনা , যা আমরা বুঝতে চাই-না একটুও।
সঞ্জয় মালাকার
হুম, বলেছেন দাদা শিশুদের মাঝে লুকিয়ে থাতা অপার সম্ভবনা আমরা বুঝতে চাই-না একটুও।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা ও ভালোবাসা রইলো।
এস.জেড বাবু
জীব ের নতুন নতুন অধ্যায় নতুন নতুন শিক্ষা নিয়ে আসে-
বেশ প্রানবন্ত লিখা ভাইজান।
///যার জীবনে এতো সঙ্কট
সেও পারে সাজাতে অন্যের জীবন!
এ যেন ইচ্ছে আর অনিচ্ছার ব্যাবধান মনের কোনে-
বাহ্
চমৎকার
সঞ্জয় মালাকার
মন্তব্যে মুগ্ধতা দাদা , অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন দাদা জীবনের নতুন অধ্যয় নতুন শিক্ষা নিয়েই আসে।
শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
আজকের শিশুরাই হবে আগামী দিনের কর্ণধার। বদলে দেবে সমাজ,দেশ,পৃথিবী
নির্মল সুন্দর হোক শিশুদের পথ চলা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি অজস্র শ্রদ্ধা ও ভালো লাগা।
দেবে সমাজ,দেশ,পৃথিবী
নির্মল সুন্দর হোক শিশুদের পথ চলা।
হালিম নজরুল
“ধাপে ধাপে কাঁদে বিবেক পৃথিবী আমার অজানা !”
————প্রকৃষ্ট প্রয়াস
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা, শুভেচ্ছা রইলো।
তৌহিদ
লক্ষ শিশু ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। তাদের মাঝে লুক্কায়িত প্রতিভা জেগে উঠুক এটাই কাম্য।
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা,সত্যি বলেছেন –
তাদের মাঝে লুক্কায়িত প্রতিভা জেগে উঠুক সব সময়।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা,
শিশুরাই আমাদের ভবিষ্যৎ,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন ভাইজানা, শিশুরা আমাদের ভবিষ্যৎ,
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান,ভালোবাসা নিবেন।
সাবিনা ইয়াসমিন
সংকটে থেকেও অন্যের জীবন সাজানো যায়, তার প্রমান ছোট ছোট শিশুরা। নিজেরা কত ক্ষুদ্র হয়েও আলোকিত করে রাখে একেকটি ঘর,পরিবার। তাদের নিয়ে, তাদের হাসিতে প্রানবন্ত হয়ে উঠে মৃতসম মানুষের অন্তর। আজকের শিশু আগামীর সম্পদ। যে যত যত্ন করবে, সে ততোটাই ফেরত পাবে।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
দিদি মন্তব্যে মুগ্ধতা, ঠিক বলেছেন দিদি,যে যত্ন করবে, সে ততটাই পাবে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি।