জীবনের গতি

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ ফেব্রুয়ারী ২০২১, রবিবার, ০২:৩৭:৩৭অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
  1. জীবন তো চলে তার নিজ গতিতে
  2. স্বপ্ন এসে বাঁধা হয়ে দাঁড়ায়,
  3. জীবন বিচরণের মাঝ পথেতে
  4. জীবনের উদ্দেশ্য তাই নয়,
  5. জীবনের কাজ স্বপ্ন দেখা
  6. তা বাস্তব রুপ দানে সাহায্য করা।
  7. জীবনের স্বল্প পরিসরে পৃথিবীতে
  8. রচিত হবে অমর কীর্তি,
  9. নয় হলে জীবনের নেই কোনো
  10. মূল্য থাকবে না এই ধরায়।
  11. জীবনকে চলতে হয়
  12. স্বপ্নকে সাথে নিয়ে,
  13. তাছাড়া জীবন মূল্যহীন অর্থহীন
  14. জীবনের গতিতে চলুক জীবন।
  15. রচনাকালঃ
  16. ২৬/০১/২০২১
৪৬৫জন ৩৯৭জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ