জীবনমুখী গান

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৩ জুলাই ২০২১, শুক্রবার, ০৮:০৫:৫৪পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
নতুন ছন্দে মন আনন্দে
লিখবো আমি গান,
যে-ই গান ভাই শুনে সবার
জুড়াবে মন প্রাণ।
গানের অন্তর মেলানো ভাই
অতি সহজ নয়,
তাল লয় যেজন সৃষ্টি করে
ভালো গায়ক কয়।
একতারার ওই সুরে তালে
ধরে গান’রে সব,
নাচে স্বর্গ নাচে মর্ত্যে
গানে খুঁজি রব।
প্রেম বিরহের কত গানে
তুলতে হবে সুর,
না পারলে ভাই গায়ক কবে
রাখবে বহু দূর।
জীবনমুখী গান কবিতা
জীবনমুখী সুখ,
জীবন মুখে দাঁড়িয়ে রয়
শুধু কষ্ট দুখ।
রচনাকালঃ
০২/০৭/২০২১
২৯০জন ২২৯জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ