জিপসি

ছাইরাছ হেলাল ১৩ এপ্রিল ২০১৪, রবিবার, ১০:৫৯:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

অবিরাম অবিচল শব্দ ধর্মঘটে আমি আজ বিপর্যস্ত ও পর্যুদস্ত । আশা ভরসা পাব বা দেবে - এমন কাউকে দৃষ্টি সীমায় বা অন্তর্দৃষ্টিতে খুঁজে পাচ্ছি না । ফেলা দেয়া ফেলে যাওয়া শব্দ কুড়িয়ে জীবনের জীবন বাঁচাচ্ছি । হে শব্দরা দল বেঁধে ছুটে-ফুটে আস , আস্ত-মস্ত পাথর ছুড়ে আমার মাথা ফাটিয়ে প্রতিশোধ নাও প্রতিহিংসায় প্রতিপক্ষ হয়ে । তবুও আস , এসে তুলে নাও জীবনঘাতী শ্বাস রোধকারী তুমুল কঠিন এই শব্দ ধর্মঘট ।

তারিময় শব্দ ভালোবাসার রেজকিতে ঝুন ঝুন শব্দ তুলে কেনা হয়ে যায় সব কিছু তাবৎ দুনিয়ায় , কিন্তু যন্ত্রণা বেচতে হয় ক্রেতাশূন্য বাজারে । শব্দেরা জিপসি হয়েছে ভাসন্ত লক্ষ্মী টেরা চোখে বিষাদ বন্যায় , পাঞ্জাবী ধাবায় জ্যোৎস্না রাতে খোলা আকাশের নীচে খাটিয়ায় বসে সেরে নিচ্ছে পরম দরকারি ভোজ । প্রখর বরফ দিনে জিপসিরা এখন গাছের ডালে বেধেছে বাসা । ক্যারাভ্যানেই  পেরোচ্ছে সিমানা সীমান্ত থেকে সীমান্তে ঠিকানাহীন হয়ে ।

একদিন আমিও জিপসি হব ঐ দূর আকাশের ঠিকানায় ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ