
সূচ-অভেদ্য কুয়াশায় ঘ্রাণ পাই পাখিদের,
উড়ে যাওয়া পাখিদের ডানার;
নাকি, মরুভূমির তীব্র ধূলিকণার, ধূলি ঝড়ের,
নাকি, অতুলনীয় নিভু-ঔজ্জ্বল্যের কুহক হাতছানির!
স্নিগ্ধ-হিংস্র-কুয়াশা-অন্ধত্ব আমাকে ঘিরে রাখে;
বিক্ষিপ্ত হতভম্বতায় দিকহারা,অনিবার্যতার কারণ ছাড়াই,
পথ হারিয়েছি কী হারাই-নি! ঠায় দাঁড়িয়ে অপেক্ষায়,
সাময়িক কোন তাঁবু খুঁজে নেয়ার, স্বপ্নলোকের আলোয়!
ছায়া-আলোর অস্তিত্বের অপেক্ষায়;
ছুটে ছুটে আসা ছোট-বড় অনুগ্রহ/যাতনার ভাবনারা উপস্থিত,
চমৎকার কৌতুকের মত;
সাপ-পূর্ণ মুখ/সাধুতার মিষ্টি-মধুরতায়;
সব কিছু ছিঁড়ে-ফুড়ে মসৃণ ন্যাড়া মাথায়, লক্ষ-কোটি
বিনিময় ছাড়াই, ঠিক-ঠাক একদিন জিপসি হবো হৃদয় খুলে,
বারো-বাজারি বদদের নজর এড়িয়ে;
মিশে যাব অস্তিত্ব থেকে অনস্তিত্বে, ঐশ্বরিক এক পথে,
গোলাপ উদ্যানের দিকে;
২২টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অসাধারণ লিখেছেন ভাইয়া। শুভ কামনা অবিরত।
ছাইরাছ হেলাল
আপনাকে আবার পেয়ে/দেখা ভালো লাগলো,
ভাল থাকবেন আপনি।
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ধন্যবাদ ভাই। চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য।
ছাইরাছ হেলাল
আমরাও আপনার পাশেই থাকি।
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর অনুভূতিতে অনন্য নিবেদন।
শব্দ চয়ণ ও উপমার শৃঙ্খল অতুলণীয়।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনা প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ পড়ার জন্য।
তৌহিদ
আশার ভেলায় আমরা ভাসতেই পারি এটা স্বাভাবিক। হতাশ হলেও আবারো নবদিগন্তের খোঁজে ঝাঁপিয়ে পড়বো। জিপসি হলেও ঠিকানা দিয়ে যাইয়েন কিন্তু!
ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
আমাদের সবাই হৃদয়েই থাকে একটি জিপসি প্রাণ, বলি বা না-বলি।
টানাপোড়েন আমাদের জীবনের বিশিষ্ট, এমন ভাবেই আমরা বাঁচি।
ভাল থাকবেন আপনি ও।
ঠিকানা কিন্তু এই একটি-ই, কথাও কোন শাখা নেই।
তৌহিদ
বন্ধু তোমায় ভীষণ মনে পড়ে শিরোনামে সেই শাখার ঠিকানায় চিঠি দিয়েছিলাম, পেয়েছিলেন?
ছাইরাছ হেলাল
আবার দিন সে ঠিকানা, একটু দেখি।
রোকসানা খন্দকার রুকু
জিপসি টুকু শভালো ভাবে বুঝতে পারলাম। বাংলায় পড়াশুনা করাই ভালো ছিল। কে জানত,,,,,
ছাইরাছ হেলাল
আমিও কিন্তু ইট্টু লেখাপড়া করতে চাই, আপনার সাথে থেকে।
ভাল থাকবেন ।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা॥😜😜
ছাইরাছ হেলাল
খাইছে রে!!!!!!!
আরজু মুক্তা
জিপসি যেনো সময়ের সাথে বুড়ো হয়ে না যায়। সদা প্রাণবন্ত চাই। আর জিপসির মতো বৈচিত্র্যময় হৃদয় আমার মতো আর কারও কাম্য কিনা জানিনা। হা হা হহা। জীবনে এই রকম নতুনত্ব দরকার। না হলে সব ফ্যাকাশে
ভালো থাকবেন।
কেমনে কঠিন কঠিন লেখেন। অনেকবার পড়া লাগে
ছাইরাছ হেলাল
কুন কঠিন না, খালি দেরি করে পড়েন, এই যা,
জিপসিদের পিছুটান থাকে না, নিরন্তর অজানায় বাসা বাধে চির নতুনের মাঝে।
ভাল থাকবেন আপনি, রাখবেন ও।
সুপর্ণা ফাল্গুনী
জিপসি হৃদয় সবার মাঝেই বিরাজমান। ঝালকাঠিতে বসে মরুভূমির ধূলির গন্ধ পাওয়াটা আপনার দ্বারাই সম্ভব। একটু সহজ করে লিখলে কি হয়!!! গোলাপের উদ্যান পেলে পুরোপুরি জিপসি হতে ও আপত্তি নেই। নিরন্তর শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
তুলা তুলা ল্যাহা কেমনে যে ল্যাহে কে জানে!!
গোলাপের উদ্যান আমাদের চাই-ই।
সবার হৃদয়েই মরুভূমি থাকে, বলি বা না-বলি।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
এই পৃথিবীতে হৃদয় বলে কিছু নেই, পাথুরে হৃদয় সব।
কবিতাটি বেশীই ভালো লেগেছে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
হৃদয়বৃত্তির আর বেইল নেই, বাজারিদের আনাগোনায়।
ধন্যবাদ।