জিপসির হৃদয়

ছাইরাছ হেলাল ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার, ১০:২০:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

সূচ-অভেদ্য কুয়াশায় ঘ্রাণ পাই পাখিদের,
উড়ে যাওয়া পাখিদের ডানার;
নাকি, মরুভূমির তীব্র ধূলিকণার, ধূলি ঝড়ের,
নাকি, অতুলনীয় নিভু-ঔজ্জ্বল্যের কুহক হাতছানির!
স্নিগ্ধ-হিংস্র-কুয়াশা-অন্ধত্ব আমাকে ঘিরে রাখে;

বিক্ষিপ্ত হতভম্বতায় দিকহারা,অনিবার্যতার কারণ ছাড়াই,
পথ হারিয়েছি কী হারাই-নি! ঠায় দাঁড়িয়ে অপেক্ষায়,
সাময়িক কোন তাঁবু খুঁজে নেয়ার, স্বপ্নলোকের আলোয়!
ছায়া-আলোর অস্তিত্বের অপেক্ষায়;

ছুটে ছুটে আসা ছোট-বড় অনুগ্রহ/যাতনার ভাবনারা উপস্থিত,
চমৎকার কৌতুকের মত;
সাপ-পূর্ণ মুখ/সাধুতার মিষ্টি-মধুরতায়;

সব কিছু ছিঁড়ে-ফুড়ে মসৃণ ন্যাড়া মাথায়, লক্ষ-কোটি
বিনিময় ছাড়াই, ঠিক-ঠাক একদিন জিপসি হবো হৃদয় খুলে,
বারো-বাজারি বদদের নজর এড়িয়ে;

মিশে যাব অস্তিত্ব থেকে অনস্তিত্বে, ঐশ্বরিক এক পথে,
গোলাপ উদ্যানের দিকে;

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ