
নদীর নীরবতার ব্যাখ্যা জানেন দীপেন মাঝি
কিন্তু আমি অন্য কারণে
মোহন জেলের কাছে যাই।
জালের মতো ছিদ্র চাদর গায়ে জড়িয়ে
মোহন আমাকে দেখায় তার ছেঁড়া-ফাঁড়া জাল।
জলহীন মাছের জীবন সংসারে
ঠান্ডা বালিতে ঘুমায় জমাট অন্ধকার
গাঙের হাড়ভাঙা বাতাসে শুকায়
মোহন ভাবীর শীতল সীসার মতো শীত।
মোহন বলেন, বাফে মরার আগে কয়ছিলো
“শীত আর জাল সেলাই করাই জেলেদের ধর্ম”
কিন্তু আমার মোন চায়
কোদাল দিয়ে কুপিয়ে-কুপিয়ে
জালটাকে টুকরো টুকরো করে
হাঁটু জলে নেমে চিৎকার করে বলি
আমার কোন জাল নেই , আমার কোন শীত নেই।
২৫.১১.২০
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
জেলেদের মনের আক্ষেপ বেচে থাকার যন্ত্রনা কবিতায় ফুটে উঠেছে।।
ফেবু রিকু কী ক্যানসল করে দেব ভাই।
দালান জাহান
আপনি দয়া করে আমার ইনবক্সে একটা হাই দিন। আমরা সোনেলা পরিবারের সদস্য।
মনির হোসেন মমি
হুম।শুভ সকাল।অসংখ্য ধন্যবাদ।
ফয়জুল মহী
অতি চমৎকার লিখেছেন কবি পাঠে মুগ্ধ হলাম শুভকামনা ও দোয়া রইলো
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা শুভরাত্রি
আলমগীর সরকার লিটন
এই শীতের আর্তনাদ কবি দা অনেক শুভ কামনা
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
রেজওয়ানা কবির
জেলেদের আক্ষেপ সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভকামনা।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
রোকসানা খন্দকার রুকু
“শীত আর জাল সেলাই করাই জেলেদের ধর্ম”
অনেক বাস্তব কথা। শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹
দালান জাহান
কৃতজ্ঞতা আপু শুভরাত্রি
আরজু মুক্তা
শীতের তীব্রতা উপেক্ষা করে জেলেরা তবুও মাছ ধরে।জীবন আর জীবিকা যেখানে যেমন।
সুপর্ণা ফাল্গুনী
জেলেদের জীবন, বাস্তবতা খুব সুন্দর করে কবিতায় ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাইয়া। শীত আর জাল সেলাই করাই জেলেদের জীবন চমৎকার কথা। ভালো থাকবেন