জারজ সময়

জসীম উদ্দীন মুহম্মদ ৯ আগস্ট ২০১৪, শনিবার, ০৮:৩০:৫৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আর কত দীর্ঘ হবে আঁধার যামিনী
আর কত ---
আর কত ---
রাক্ষস বাজপাখি হররোজ ডিম পেড়ে যায়
আর
সেই ডিম ফেটে বেরিয়ে আসে
জীবন্ত ভিসুভিয়াস
ক্ষ্যাপা হাঙর
দীর্ঘ হয় অবোধ ছারপোকাদের মৃত্যুর মিছিল
বোবা আকাশ কাঁদে
বাচাল বাতাস সেও কাঁদে
পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না
দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না
আক্ষেপ নেই
বিক্ষেপ নেই
প্রক্ষেপ নেই
ভ্রুক্ষেপ, তাও নেই
নেই দু’ছত্র লেখার কবিতার খাতা
তবু
এই বৃক্ষ শাবক নিধনে
ব্যাধের নিশপিশ কর এক বিন্দু ক্লান্ত হয় না
জারজ বেরহম সময় সেও
ঘরে-বাইরে
মসজিদ, মন্দিরে
কোথাও এক চিলতে ঠায় নেই
ঠায় নেই ---
ঠায় নেই ---!!

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ