জানালায় শরৎ

সাবিনা ইয়াসমিন ১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৬:৫৮:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২৬ মন্তব্য

 

প্রতিদিনের সকালে দাঁড়াই পূবের জানালায়,
জানালা খুলে দিলে সেখানে ভোর আসে
মিহি বাতাস আর শুভ্র রুপালী রোঁদ আমায় বলে "সুপ্রভাত!"

আসে শালিকের ঝাঁক দল বেঁধে/
বেশি কিছু না, একমুঠো মুড়িতেই তাদের প্রসন্ন সকাল দেখতে পাই।
আর আসে দুরন্ত এক দোয়েল
তার তাড়াহুড়োর শেষ নেই।
কিছু খাবে না, এক দন্ড স্থির হবে না,
যেন শুধু-ই বলতে আসা, "শুভ সকাল-ভালো থেকো!"

দুপুরের লু-হাওয়ায় অতিস্ট আমি মেলে দেই দখিনের জানালা
শরতের নীল আকাশটা সারা গায়ে ফালি-ফালি মেঘ জড়িয়ে অভিযোগে স্থির এক গম্ভীরা!
"আজ কোন অভিযোগ নয়" বলতেই অভিমান তীব্র হয়ে উঠে/
ফোঁটা-ফোঁটা বর্ষণে আমায় বিমর্ষ করে দিতে কেন তার এত আকুলতা!

উত্তরের জানালাটা খোলা যায় না বহুদিন হলো,
প্রতিবেশীর বিশাল অট্টালিকার ফাঁদে পড়ে জানালাটা কোমায় চলে গেছে
নীল রঙের এক পর্দা দিয়ে তাকে ঢেকে রেখেছি।

এক সান্ধ্য পাখি বসত নিয়েছে পশ্চিমের জানালায়,
দিন-মাসের এখন আর হিসেব করি না,
এসেছে- দেখেছে- ভালোবেসেছে
প্রতিশ্রুতি নেই, করা হয়নি অঙ্গীকার
তবুও সে থাকে পশ্চিমের জানালা জুড়ে!

জানি, আজ থেকে কিছুদিন পরে পাখিটা আর ফিরবে না,
এমন-ই এক প্রহরে গিয়ে বসবো আমার পশ্চিমের জানালার কাছে,
যেখানে রোজ-রোজকার মতো হয়তো আর বসা হবে না..

 

 

* অ-কবিতা
* ছবি-আমার

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ