জানবাজ

স্বপ্ন ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১১:১৭:৫৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

অপেক্ষার ছায়া গুলো দীর্ঘ হতে হতে এক সময় প্রায় মিলিয়ে যাবার পূর্বক্ষণে দৃশ্যমান হয়ে ওঠো তুমি।
আসল তুমির স্পষ্টতায় ছায়ারা অস্পস্ট হয়ে দূরে চলে যায়।
জোনাকজ্বলা রাতের প্রতিক্ষায় কত যে স্বপ্ন বুনি। স্বপ্নে এসে যায় একটি গ্রাম, যে গ্রামের নাম আশা। কুয়াশার মাঝে হেঁটে চলা এক নারী, যার দ্যুতিতে কুয়াশা সরে দাঁড়ায় দুদিকে পথ করে। শিশিরের কনা গুলো পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ দুহাত প্রসারিত করে বলে, দেখো তো কি এনেছি তোমার জন্য? পরম আদরে হাত খুলে দেই। দু হাত বোঝাই রঙ বেরঙের ভালোবাসা সিক্ত করে আমায়। যেন আমি রংহীন জল, পাল্টে যায় আমার রঙ প্রতি মুহূর্তে।
এমনও তো হয়েছে, প্লাট ফর্মে বসেই আছি, দিন রাত। ঢং ঢং শব্দের পর শব্দে ট্রেন আসে যায়, নির্দিষ্ট ট্রেন আসেই না আর। তবুও অপেক্ষারা ক্লান্ত হয়না কখনো, ক্লান্তিরা ক্লান্ত হয়ে ফিরে যায়। অপেক্ষার নাম যে স্বপ্ন। যে স্বপ্ন শক্তি যোগায়, বেঁচে থাকার, আশার আশা হয়ে।
এক প্রস্থ কাপড়ের ছিন্ন শরীর হাজার ঝড়েও টলবে না জানি আমি। জীবনের সুন্দর এবং কঠিনতম দিনগুলো হাতে হাত রেখে জড়াজড়ি করে অতিক্রম করতে চাই দুজনে। এসো ঝড়ে ঝাঁপ দেই, হোক সে ঝড় যতই বিপদসংকুল। ইচ্ছে খুন হয়ে গিয়েছি জানবাজের হাতে। কত আনন্দের এই মৃত্যু।

আজকাল মিস করা হয়না তোমাকে, প্রতিটি নিঃশ্বাসেই যে তুমি, মিস করাকেই যে মিস করি এখন।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ