জাতিগত মূর্খতা ও একজন রিতা সরকার

শিপু ভাই ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ০৭:০৯:০২অপরাহ্ন সমসাময়িক ৮ মন্তব্য

ধরেন, একটা নাটক- যেখানে দেখানো হবে একজন নাস্তিক কিভাবে ধীরে ধীরে আস্তিকে পরিনত হয়

অথবা

একটা বিতর্ক প্রতিযোগিতা - আস্তিক বনাম নাস্তিক

তো অই নাটকে যে নাস্তিকের ভূমিকায় অভিনয় করবে সে নাটকজুড়ে ধর্মবিরোধী, ঈশ্বর বিরোধী কথাবার্তা বলবে। যদিও অই অভিনেতা বাস্তব জীবনে আস্তিক।

বিতর্ক প্রতিযোগীতার দুই পক্ষই মূলত আস্তিক। কিন্তু এক পক্ষকে নাস্তিকতার পক্ষে যুক্তি উপস্থাপন করতে হবে।

তেমনি আমাদের লোকজ যে পালাগান তা তা মূলত এই অভিনয় আর বিতর্কের একটা সম্মিলিত রুপ।

বিভিন্ন বিষয়ে পালা হয় তারমধ্যে একটা হল- জীব ও পরম!!! জীব হইল নাস্তিকতা আর পরম হইল আস্তিকতা!!! গায়কদ্বয় তাদের গান, অভিনয় আর কথা দিয়ে নিজ পক্ষে যুক্তি তুলে ধরে। আজকের পালায় যে জীব নিয়ে লড়ছে আরেক পালায় সে পরম নিয়ে গাইছে! অর্থাৎ এটা কেবলই একটা পার্ফর্মেন্স!!!
বাস্তবে অই গায়ককে নাস্তিক বা ধর্মবিদ্বেষী ভাবার কোন কারণ নাই।
তেমনি সম্প্রতি জীব ও পরম পালায় জীব এর পক্ষে গাইতে গিয়ে শিল্পি রিতা সরকার আল্লাহকে নিয়ে আজেবাজে কথা বলেছে। সেইটাকে বিরাট অপরাধ ধরে অনেকেই তার কল্লা চাচ্ছে। বেচারা রিতা সরকার পাবলিকের মতিগতি টের পেয়ে পাবলিকলি ক্ষমা চেয়েছেন।
ক্ষমা চেয়েছেন একটা ইউট্যুব চ্যানেলের ভিড্যুতে। ক্ষমা চাওয়ার সময় তার দুই কিশোরী কন্যাও পাশে ছিল। মায়ের করজোড়ে ক্ষমা চাওয়ার সময় তাদেরও কড়জোর ছিল। দেখে খুব খারাল লেগেছে!!!

অভিনয়ের জন্য সাস্তি পেতে হলে হুমায়ুন ফরিদি, রাজিব, মিশা সওদাগর তো হাজার হাজার খুন আর ধর্ষণের আসামী!!!

মুরুক্ষ মানুষ বিপদজনক! আর আমরা জাতি হিসেবে মুরুক্ষের মুরুক্ষ!!!

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ