জাগতে চাইনা আর

বন্যা লিপি ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৩:০৭:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

ঘুমে আছি দীর্ঘসময়ের বিছানায়। ঘুমুতে দাও আমায়। অতি যত্ন করে লালন করছি কিছু ক্ষয় না হওয়া দুঃখবোধ। জেগে গেলেই ওরা দূরে সরে যাবে। আমাকে জাগিয়ো না। এ আমার মিনতি তোমাদের কাছে। ভেঙে দিওনা কোনো টেবিল ঘড়ি'র সতর্ক সংকেত দিয়ে। নৈরাজ্যের কালো অন্ধকারের গহ্বরে আমাকে তলিয়ে থাকতে দিও নিশ্চিন্তের পাশবালিশে ভর দিয়ে।

দ্বিতীয় -তৃতীয় -চতুর্থ বারের মত বার বার উচ্চারিত শব্দ ধরে ধরে রাখি মিনতি-- ঘুম ভাঙিয়ে দিও না আমার।রাতচরা পেঁচাদের ডাক কানের পাশ দিয়ে ভেসে যাক দূরবর্তী সাগরের কিনারে। সেখানে নোঙর ছেঁড়া নাবিকের হদিস খুঁজুক চিরহরিৎ বসন্তের বিষন্ন অভিমানি  কচি পাতা। হাজারো কোলাহল থেকে ক্ষুদ্র বালিকণা হয়ে আছি দুঃখের মহাসাগরে। আমি ঘুমুতে চাই কান্নাদের ভালবেসে। কোথাও কোনো বইয়ের পৃষ্ঠা উড়ুক ইলেক্ট্রিক ব্লেডের পরিত্যাক্ত বাতাসের ঝাপটায়। জাগ্রত পৃথিবী'র বিদ্ধস্থ বিছানায় অসাঢ় দেহে স্বপ্ন বলে কিছু থাকে না। কেউ কাঁদেনা নিজের জন্য, সবাই চোখ পোড়ায় সকলের জন্য। আমিও পারিনি কিছু লোনা জল দান করতে।নিজ আঁচলে কেবলই কুড়িয়েছি পরশী  ঘরের কানাকড়ি।সুর্যডোবা থেকে সুর্যোদয়ের মাপকাঠি ভেঙেচুরে ভগ্নাংশে পরিনত হতে দাও।রোদের তালি দেয়া ছাউনীর তলে এসে দাড়াক প্রাচীন মনে পড়া'দের সাক্ষিসাবুদ! মুখোমুখি দাড়াক পারস্পরিক জিঘাংসার সমাধানের বৈঠক। আমাকে জাগতে দিও না।আমাকে ঘুমুতে দাও.......

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ