জল

অন্তরা মিতু ২৫ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১০:৫১:২৯পূর্বাহ্ন বিবিধ ১৬ মন্তব্য

-
সমুদ্র শোনে না কথা
অন্যের সব স্বর, যে কোনো আকুতি
অথবা আদেশ, কিছু অনুরোধ, আর, কিছু সাধারণ
কথা নিয়ে, যত অগণিত
মানুষ গিয়েছে তার কাছে,
সকলের সব ধ্বনি গিলে গিলে গিলে
চূর্ণ করেছে তার ঘূর্ণি-গহীনে...

তবুও মানুষ যায়
এখনো...
আরো যাবে আগত দিনেও...
রূঢ়জলে মিশে যাবে কত সুখ-দু:খের গোপন কাহিনী...

সে তো শুনবে না... শুধু
টেনে নিয়ে নিজের ভিতরে, উত্তরে দিবে উত্তাল গর্জন...
ঢেউমাঝে গ্রাস হবে সব আয়োজন.........

ধীরে ধীরে
কবে হতে
একজন হয়ে গেছে তেমন সাগর...
কারো কথা শোনে না সে,
দায় তার নাই এতটুকু
আদেশ-মিনতি-অনুরোধ যাই হোক
সব ঠেলে দিয়ে তুচ্ছতায়
সে গর্জে তার মতো...
কখনো অধিক, কখনো অল্প;

সাবলীল অলসতা
তার ঢেউয়ে খেলা করে...

তারে আমি রোজ দেখি
লাল শাড়ি... নীল শাড়ি... কখনো সবুজে...
আয়নায় ষ্পষ্ট আলোতে...

- - -

সকাল ৬টা ৩০মিনিট
২৫.৯.২০১৩
-
-
-

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ