জলের শব্দেরা… পানকৌড়ির জন্য

আগুন রঙের শিমুল ১৬ জুলাই ২০১৪, বুধবার, ০৩:০৩:৪৮পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

কবিতার শব্দেরা ভিজে যায় টুপটাপ উদাসীনতায়
কবিতার শব্দেরা ভেসে যায় বিরুদ্ধ বাতাসে,
শব্দেরা অভিমানের বিষে নীল, এ কেমন অভিমান ?

আমার এ কেমন ভয় এ কেমন হাহাকার
বুকের গভীরে খামছে থাকা যুক্তিবিহীন সংশয়?
অথচ নিশ্চুপ কুয়াশার জল জমে জমে
টুপাটাপ ঝরছে অভিমানী জল,ভালোবাসার আলো মেখে,
এতো জল ঝরে তবু পরাণ ভেজে না কেন?
তৃষা মেটেনা কেনো দুকূল ছাপানো এতোখানি ভালোবাসা দেখে ?

উৎসর্গ আমার পানকৌড়িকে 

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ