received_1072822952822782
রৌদ্রকোজ্জ্বল আকাশে সূর্যকে পরাস্ত করে প্রবল বিক্রমে মেঘেদের রাজত্ব প্রতিষ্ঠিত হয় মাঝে মাঝে। ক্লান্তিহীন গাছের সারির দু একটি গাছ স্বপ্ন ভাঙার আশংকায় ভিতরের ক্ষয় টের পায়। মেঘের বাড়ি থেকে ভালবেসে পাঠানো জলে গাছের স্বপ্ন পাতা থেকে ডালে জলকনা হয়ে ঝুলে থেকে থেকে ক্লান্ত হয়ে বা হাল ছেড়ে দেয়ায় মাটিতে পড়ে মিলিয়ে যায়। হায় স্বপ্ন কবে আবার পাতায় ফিরবে তুমি?

img-20170423-wa0001

একাকী হেটে যাওয়া বা ক্লান্তিতে নিসংগতায় ঘোরলাগা অসার চোখ দেখে খসে পড়া পালকগুলো যে যার মত। উদভ্রান্ত যুবকের নেশাগ্রস্থতায়ও স্থির চেতনার আবদ্ধ যুবক একাকী খুঁজে বেড়ায় মাটিতে মিশে যাওয়া স্বপ্ন।

চারদিকের কোলাহল, আনন্দ উচ্ছ্বাস, উল্লাসকে আঁধারে না ঢেকে দেবার স্থির সংকল্প। থাকুক যে যার মত আনন্দ উল্লাসে, যা সে চেয়েছিল বহুকাল। বলা হয়না না বলা কথা, ভাল নেই ভাল নেই আমি হে সময়।

হেটে যাওয়া দুরের পথ কাছে আসে ধীরে ধীরে,
পথ থামেনা, থেমে যায় পথিক।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ