জলাঙ্কন

মাসুদ চয়ন ৩ আগস্ট ২০১৯, শনিবার, ০২:৩৬:১১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

(জলাঙ্কন)
বেলায় বেলায় জীবন শেষের প্রান্তে_
বুঝতে পারে ভবের খেয়া মাঝি
জীবন থেকে মুছতে গিয়ে স্মৃতি-
বাঁশের বৈঠা জলের ঢেউয়ে আঁকছে
জীবন জলাঙ্কন।
এগিয়ে যাওয়ার টুকরো টুকরো উদ্দেশ্য
চোখের জলে ভিঁজছে ভীষণ,
গাইছে গহীন পটে জলাঙ্কনের দুঃখ ভুলার গান_
এ জল এখন নদীর জলে মিশবে
এই কবিতা তাদের জন্য বলা_
জীবন যাদের ভাঙ্গার প্রতিশব্দে
তীর খুঁজে যায় মলিন বালুচরে
একটু ছায়ার জন্য,
একটু বাঁচার জন্য।
নির্ঘুমতায় রাত্রিযাপন ভোর
মুক্ত রাতের তারার মেলার সাথে
নির্জনতায় আলাপ বিলাপ চলে
ঝিঁঝিঁ পোকা রান্না করে দিলো পাথরময় ফেনীল আলো!
বালির বাঁধে স্বচ্ছ জলের আস্তরণে_
অন্ধকারে হারিয়ে যাওয়ার আগে
মৃত্যু দেখো কেমন আঁচে জ্বললো!
মৃত্যু তোমার নাম দিয়েছি ভয়_
মৃত্যু তুমি দৈণ্য দশায় আসো!
(মাসুদ চয়ন)

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ