জলবতী আষাঢ় এখন

চারু মান্নান ১৫ জুন ২০১৪, রবিবার, ০৪:০৭:১৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য

জলবতী আষাঢ় এখন

জলবতী আষাঢ় এখন
মেঘ গর্ভধারণে সদা প্রাণান্তর,
ছুটছে ঈশান কোন হতে উত্তর পরিখায়
দক্ষিণা হাওয়ার নির্মল জারুল বিজনে।

উন্মুখ নদী চেয়ে আছে আকাশ পানে
বৃষ্ঠির সদ্য স্নানে ভিজাবে যৌবন; যে যৌবন
সদা তীর ভাঙার উগ্র আকর।
সবুজ কোলে খরার আকালে মৌনতা ভুলেছে
লজ্জাবতীর লাজ ভেঙ্গেছে; কলমি লতার ঘোমটা টানা
লাজুক চোখ উন্মুখ এখন জলডুবা ঘ্রাণের।

নদী খাল বিল ডোবা নালা,
যারা খরার অসহায় তৃঞ্চায় স্বেচ্ছায় মরেছে
তারা জাগবে আবার; পুনঃজন্ম কিংবা ফিরে আসা যৌবন
হাড্ডিসার কঙ্কালে হরিৎ বর্ণের স্বচ্ছ জলের যৌবন।
এই সুখ সু পিয়ে সান্নিধ্য হতে
কেউ ফিরে যায় না খালি বুকে; বুক ভরা ভালোবাসার উচ্ছ্বাস
উন্মুখ স্বপ্ন আশার খোলা আকাশ।

১৪২১@০১ আষাঢ়, বর্ষাকাল।

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ