জন্ম হলাম চোখ খুলে দেখলাম রঙ্গিন আলো
কিন্তু যখন বড় হয়ে বুঝতে শুরু করলাম তখন চোখ খুলে যে আলো দেখে ছিলাম সেই আলো
নিভে গেলো শুরু হলো সাদাকালো জীবন...
তাঁরপর বড় হতে লাগলাম সাদাকালো জীবন নিয়ে। জীবন চলতে লাগলো সাদাকালো ভাবে এর মাঝে কতজন আসলো জ্ঞানের ভান্ডার নিয়ে কত জ্ঞান দিলো জীবন টাকে রঙ্গিন করারা জন্য যখনি তাদের জ্ঞান নিয়ে জীবন টাকে সাদাকালো হতে রঙ্গিন করার জন্য মন স্থির করি তখনি তারা হারিয়ে যাই অজানাতে। আবার শুরু হয় সেই সাদাকালো জীবন এখন ও চলছে সেই জীবন আর ভবিষ্যৎ এ ও চলবে। মাঝে মাঝে কেউ কেউ আবার জ্ঞানের ভান্ডার নিয়ে আসবে আবার চলে যাবে। আবার হয়তো
নতুন কেউ আসবে আবার বিরক্ত হয়ে চলে যাবে।

আমি আর চাই না কারো কাছ হতে রঙ্গিন জীবন
গড়ার জ্ঞান শুনতে আর কোন রঙ্গিন স্বপ্ন দেখতে।শুনতে চাই না কারো কাছ হতে
বেঁচে থাকার উপদেশ। অনেক জ্ঞানের কথা শুনেছি,ছিড়া খাতায় বালিশ মাথার উপরে দিয়ে ঘুমিয়ে ( যাতে স্বপ্ন গুলো পালিয়ে যেতে না পারে ) অনেক রঙ্গিন স্বপ্ন দেখছি। অনেক শুনছি অনেক দেখছি এইবার আর শুনতে চাই না দেখতেও চাই না।

ভালো রে সবাই ভালো বলে ঐ যে কথায় আছে না তেল দেয়া মাথায় সবাই তেল দেয় আর তেল দেয়া ছাড়া মানে উসকো -খুসকো চুলের খারাপ কে সবাই খারাপ বলে কেউ তাকে ভালো করার ভালো ভাবে বেচে থাকার জন্য পাশে দাঁড়ায় না তার হাত ধরে বলে না আমি তোমার পাশে আছি তুমি ভালো হবে সুস্থ স্বাভাবিক জীবন -যাপন করবে। এই কথা টা এই স্বার্থপর সমাজের কেউ তো বলেই না আর পাশে দাঁড়াবে হাত ধরবে সে তো অনেক দূরের কথা।
একজন মানুষ ও খুঁজে পাওয়া যাই না সমবেদনা জানানোর, কেউ তাকে জিজ্ঞেস করে না কেন আজ সেই মানুষ টাকে খারাপ বলে কেন সে নষ্ট হয়েছে তার খারাপ হবার নষ্ট জীবনের কারন টা কী ? উল্টা নাক ছিট্‌কায় ঘৃনা করে আর সমাজের
বোঝা মনে করে আরো দূরে ঠেলে দেয়।

এই বার আমার কথা বলি :
আমি আমার এই নষ্ট বাউন্ডুলে সাদাকালো
জীবন নিয়ে বেশ আছি বিন্দাস আছি,
বেঁচে আছি বেঁচে থাকবো তাঁরপর হঠাৎ
একদিন চলে যাবো না ফেরার দেশে.......
ব্যাস খালাশ সকল কিছুর থেকে মুক্তি
সকল ঝামেলার অবসান হবে সেই দিন।
এখন শুধু সেই মুক্তি পাবার দিনটির অপেক্ষায় আছি।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ