ওহে প্রিয়, প্রিয়তম সোনেলা

তোমার/তোমাদের এই সুন্দর সু-সজ্জিত,

উজ্জ্বল ঝলমলে আলোক মঞ্চে বড্ড বেমানান

এক অনাহুত আগন্তুক আমি'কে সদলবলে-

গ্ৰহণ করে আশ্রয় দিলে তব হৃদয় আঙ্গিনায়;

শত সহস্র ঋণে করলে ঋণী আমায়!

 

সে তোমার কিংবা তোমাদের এই ঋণ, 

জানি কোনো কিছুতেই শুধিবার নয়!

প্রিয় কিছু ঋণ শোধ করা যায় না কোনোদিন

তবে কেনো হায়! ঋণ খেলাপীর দায়-

কাঁধে নিয়ে বৃথাই লাজে মরে যাই!

 

যদি বলো ওহে প্রিয়,

ঋণের দায় যদি শুধিতেই চাও,

তবে জনম জনম ধরে ভালোবেসে যাও!

ভালোবাসার চেয়ে মূল্যবান বস্তু যে আর কিছু নয়,

মূল্যবানের মূল্য কেবল ভালোবাসা দিয়েই চুকিয়ে দিতে হয়!

 

তাই যদি হয় তবে ইতোমধ্যেই জেনে গেছো!

ভালোবেসে তোমায় জায়গায় দিয়েছি কোথায়?

তবুও বলছি আজকে আবার নতুন করে; শুনে নাও,

তুমি কিংবা তোমারা;

তোমাদের থেকে পাওয়া স্নেহ মায়া মমতায় ভালোবাসায়,

নিজেকে উৎসর্গ করলাম প্রিয় সোনেলার সোনালী আঙ্গিনায়!

 

গতরাতে সবাইকে সোনেলার জন্মদিনে শুভেচ্ছা পোস্ট দেওয়া দেখে মনটা ছটফট করছিল কখন আবার আমার সময় আসবে? সেই সাথে এটাও ঘুরছিল মাথায় কী লিখবো আমি? সবাই কি সুন্দর সুন্দর পোস্ট করছে! মমি ভাইয়, বন্যা আপু, হেলাল ভাইয়া, সুপর্ণা দিদিভাই, তৌহিদ ভাইয়া, সুপায়ন দাদা সহ আরো অনেকেই চমৎকার সব পোস্ট লিখছে। আমি কী লিখবো তা ভাবতে ভাবতেই কেটে গেলো বেলা। শেষে যা এলো মনে মস্তিষ্কে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়লাম সোনেলার উঠানে।

 

'বলি আমি কী আর তেমন কেউ

যে সবাইকে ছাপিয়ে তুলবো অজস্র শব্দের ঢেউ!'

 

ওহে প্রিয় প্রিয়তম সোনেলা

এই সব হিজিবিজি লেখা দেখে রাগ করো না প্লীজ; প্লীজ

তুমি তো জানোই কতোটা অপারগ আমি

শুধু জেনে রেখো ভালোবাসি; খুব ভালোবাসি তোমায়

যদি ভুল কিছু হয় ক্ষমা করে দিও আমায় 

 

প্রিয় সোনেলার অষ্টম বষপর্তী ও নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আমার পক্ষ থেকে সোনেলার উঠানে সোনা ফলানো সমস্ত নক্ষত্রদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সবার ভালোবাসায় শত সহস্র বছর বেঁচে থাকুক সোনেলা।

ভালোবাসি ভালোবাসি

ভালোবাসি প্রিয় সোনেলা

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ