জন্মদিনের নীল

ছাইরাছ হেলাল ৬ সেপ্টেম্বর ২০১৫, রবিবার, ০৯:০০:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

জল, চলনা ঐ সমুদ্দুরে যাই, নদী হয়ে, ততরিয়ে তপস্বী জলদুহিতার বেশে, তেপান্তরের পথে হেঁটে হেঁটে, ঘোমটা ঘেরা গাছেদের পাতায় জিরিয়ে নিয়ে, ইরাবতী ডলফিনের পিঠ চাপড়ে খেলতে খেলতে, নবান্নের দেশের ভেসে যাওয়া পূজোর নৈবদ্যদের ঢেউয়ে ঢেউয়ে। হরিণ হৃদয়ে হতে চাই সাঁজের সমুদ্দুর, স্নিগ্ধ নবীনার বেশে উঁকি দেয় ভোর পাশ জানালা খুলে।

দুঃখিত নীল, নীল নীলাঞ্জনা......
এটি কী করে কারো হয় জন্মদিনের বিলম্বিত পোস্ট?
বুঝতেই পারিনা, সত্যি ই বলছি;
যা বলতে চাই বলতে পারিনি
যা শুনতে চাই শোনা হয়নি,
যা লিখতে চাই কিছুই লেখা হয়নি
পাওয়া হয়নি যা কিছু পেতে চাই ই।

জন্মদিনের লেখাটি ও লেখা হল না, দুঃখের সাথে জানাচ্ছি।
চোখ আছে চোখজল নেই
জল আছে নোনা জল নেই;
না মেলে রাখা চোখ ছিল
তাই দেখা হয়নি যা দেখার কথা ছিল,
চোখ ই নেই এখন,
অধরাই থেকে গেল না বলা কথার কথারা আজন্ম।

তবুও যেতে হবে দূ্‌র বহুদূর, বিকেলের রংজ্যোৎস্না ছুঁয়ে
পাতাফুলের পাপড়ি বিছিয়ে, ঝলমলে চাঁদের ভেলায় ভেসে ভেসে
হাতে হাত ঘ’ষে,
হে অনন্তরেখা পথ দেখাও
অন্তহীন ছায়াচ্ছন্নতার গোলক ধাঁধাঁ এড়িয়ে,

'বন্ধুকে বলছি'

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ