
সকাল সকাল নেট ওপেন করতেই একটা নোটিফিকেশন এলো আমার ফোনে। আজ প্রিয় একজনের জন্মদিন। আমি উনার টাইম লাইনে গেলাম জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে। ঠিক তখনই মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো! মনে হলো এভাবে উনাকে উনার জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে যদি একটু ঘটা করে জানানোর ব্যবস্থা করি তবে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। আমি আর উনাকে জানতেও দিলাম না উনাকে নিয়ে এমন কিছু ভাবছি।
সেই থেকে সময় গুনছিলাম কখন রাত আসবে কখন একটা শুভেচ্ছা পোস্ট লিখবো। দেখতে দেখতে চলেই এলো সেই মাহেন্দ্রক্ষণ যখন আমি তাঁকে নিয়ে দু কলম লিখতে পারি।
উনি একাধারে সফল মা, সফল পত্নী, সফল কর্মজীবী নারী এবং সফল কথা সাহিত্যিক ও গল্পকার। ইতিমধ্যে তিনি আমাদের দেশ ছাড়াও পার্শ্ববর্তী দেশের বিভিন্ন পত্রিকায় লেখালেখিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সেই সাথে ‘আলো আসে এখানেও’ নামে একটি গল্পগ্ৰন্থ তিনি লিখে ফেলেছেন।
তিনি যেমন দুর্দান্ত দাপটে উকালিতি করছেন তেমনি সাহিত্য সামলাচ্ছেন এবং সেই সাথে চমৎকার ভাবে সামলাচ্ছেন স্বামী সন্তানদের। দুটো মিষ্টি কন্যার জননী তিনি।
আমি মাঝে মাঝেই অবাক হয়ে যাই উনাদের মানে আপু আর দুলাভাইকে দেখে। তাঁদের ভালোবাসা দেখে। এই বয়সে এসেও তাঁরা তাঁদের ভালোবাসা এতো সুন্দর করে আগলে রাখেছে দেখেই খুব ই আনন্দিত হই আমি। যদি রোমান্টিক কাপলের অ্যাওয়াড দেওয়া হয় তবে আমার মনে হয় উনারাই পাবেন। বর্তমান প্রেমিক যুগলের আর্দশ হিসেবে প্রথম সারিতে তাঁরাই থাকবেন।
তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় উকিল আপু রেহানা বীথি। আপুর সাথে আমার প্রথম দেখা হয় ২২ ফেব্রুয়ারী সোনেলা ব্লগের মিলন মেলায়। ভীষণ মিষ্টি দেখতে আপুটি। মেয়ে দুটিও খুব খুব মিষ্টি দেখতে। প্রথম দেখায় আমার ভালো লেগে যায়। উনি সোনেলার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লগার হিসেবে নিজের পরিচিতি দিয়ে দিয়েছেন।
আজ আমাদের সবার প্রিয় রেহানা বিথী আপুর জন্মদিনে সোনেলার পক্ষ অনেক অনেক শুভেচ্ছা জানালাম। সেই সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
আপনার মতো একজন মানুষকে নিয়ে লেখার মতো যোগ্যতা নেই আমার তবুও আগ বাড়িয়ে ধৃষ্টতা দেখানোর জন্য ক্ষমা প্রার্থনা করছি আপু।শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ও ভালোবাসা জানবেন প্রিয় আপু। লাভ ইউ সো মাচ❤️❤️
৫১টি মন্তব্য
জিসান শা ইকরাম
তিনি সোনেলা ব্লগের একজন সম্পদ। ওনার গল্প গুলো পড়ে আমি নিজেও শিখছি।
ওনাকে সোনেলা ব্লগে পেয়ে আমরা ধন্য।
সোনেলা মিলন মেলা ২০২০ এ প্রথম দেখেছি ওনাকে এবং ভাইকে। এরপর বই মেলায় পুরো পরিবারকে।
সারাক্ষণ হাসি মাখা মুখের অধিকারিণী তিনি।
রেহানা বীথি আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন, শুভ কামনা সব সময়ের জন্য।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়। শুভকামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
সুরাইয়া পারভীন,
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, সহ ব্লগারকে নিয়ে এমন একটি শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য।
শুভ ব্লগিং।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেজওয়ানা কবির
বিথি আপু শুভ জন্মদিন।অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো থাকুন,জীবনের বাকিপথগুলো আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুরাইয়া আপুকেও ধন্যবাদ এই দিনটা আমাদের জানানোর জন্য।
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
মোঃ মজিবর রহমান
রেহেনা বিথী আপুকে জন্মদিনের লাল গোলাপের রংগিন শুভেচ্ছা। আগামী দিন আরো সুন্দর ও আনন্দময় হোক।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
আপুকে শুভেচ্ছা জানানোর জন্য
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
াপনারাও ভাল থাকুন।
আরজু মুক্তা
শুভ কামনা, রেহানা আপি।
আর চমৎকার পোস্টের জন্য লেখিকাকে ধন্যবাদ
রেহানা বীথি
অনেক ভালোবাসা আপু।
ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
এ কী কাণ্ড!
ভালোলাগা জানানোর ভাষা নেই সুরাইয়া পারভীন আপু। জানি না, এত ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার আছে কি-না, তবে পেতে কার না লোভ হয়! আপনার এই পোস্টের জন্য অফুরন্ত ভালোবাসা দিলাম। ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
এই তো এটুকুই কাণ্ড
আরো বড়ো সড়ো কাণ্ড ঘটাতে পারিনি বলে
নিজের কাছে নিজেরই খারাপ লাগছে।
যা হোক কোনো একদিন সুযোগ পেলে পুরোপুরি কাণ্ড ঘটাবো।
দোয়া করবেন আপু
আপনাদের সবার ভালোবাসায় বাঁচতে চাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
মিষ্টি আপুর সাথে আমার ও পরিচয় হয়েছিল একসাথে একই দিনে । সেইদিনের কথা আজো ভুলিনি। তারা দুজনেই দারুন ভালো মানুষ। আপু জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা। ঈশ্বর আপনার ভালো করুন ও আপনাদের সবার মঙ্গল করুন। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এমন একটি জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দেবার জন্য ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
পরিচয়ের সেই দিন আজও মনে গেঁথে আছে সুপর্ণা আপু। আবার ফিরে আসুক তেমন দিন। ভালোবাসা অনেক অনেক।
ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
বীথি আপুকে একতোড়া লাল গোলাপের শুভেচ্ছা দিলাম। শুভ হোক জন্মদিন, শুভ হোক প্রতিদিন প্রতিক্ষণ ❤❤
শুভেচ্ছা পোস্ট লেখায় আপনার সাফল্যকেও অভিনন্দন। এমন আন্তরিকতার ছোঁয়া যে লেখায় থাকে সেই পোস্ট নিঃসন্দেহে অনন্য 🙂
ভালোবাসা ও শুভ কামনা নিরন্তর 🌹❤
সুরাইয়া পারভীন
এ তো আপনাদের থেকেই শেখা/পাওয়া আপু।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
অনেক অনেক ভালোবাসা সাবিনা আপু।
ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
@বীথি আপু, আচ্ছা এখন শুধু ভালোবাসা নিলাম। কখনো দেখা হলে ঐদিন কিন্তু আমাকে কেক খাওয়াতে হবে। জন্মদিনের কেক না খেয়ে দোয়া করলে আমার কেমন জানি লাগে 🥴
রেহানা বীথি
কেক সযত্নে জমা রাখলাম আপু। কোনওদিন যদি সুযোগ পাই, অবশ্যই খাওয়াবো। আপনার কেমন লাগা ভাবটা আমারও ঠিক সহ্য হচ্ছে না।😃
ছাইরাছ হেলাল
তাঁকে সোনেলার পক্ষ থেকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা।
ভাল থেকে সোনেলার সাথে থাকবেন, এ কামনা করি।
ধন্যবাদ আপনাকে, এই গুণীর কথা আমাদের জানানোর জন্য।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
সোনেলার সঙ্গেই আছি, থাকবো আগামীতেও। আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
উর্বশী
উকিল আপা শুভ জন্মদিন। এই দিনটি বারে বারে ফিরে আসুক।অনাবিল সুখ,শান্তি সমৃদ্ধি হোক এই শুভ কামনা করি।
অনেক ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা রইলো।
সুরাইয়া পারভীন
আপুকে শুভেচ্ছা জানানোর জন্য
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
অনেক ভালোবাসা উর্বশী আপু।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইল।
মোঃ খুরশীদ আলম
আজ যাদের জন্ম দিন তাদের সকলকে শুভেচ্ছা। বিশেষ করে বিথী আপুকে। আমরা যেন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে ভুলে না যাই বরং লক্ষ অর্জনে যেন আমরা আরো বেগবান হয়ে কাজ করি- সেই প্রত্যাশা রইল আপনার জন্ম দিনে।
সুরাইয়া পারভীন
আপুকে শুভেচ্ছা জানানোর জন্য
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
সুন্দর বললেন। লক্ষ্য অর্জন আরও বেগবান হোক। অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
আলমগীর সরকার লিটন
দুই জনকেই অনেক শুভেচ্ছা রইল————
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
অনেক ধন্যবাদ আলমগীর ভাই।
ভালো থাকুন সবসময়।
ইঞ্জা
আপু অসম্ভব ভালো লিখেন, উনার গল্প তো অসাধারণ হয়, আমাদের দুলাভাই যেমন রোমান্টিক তেমনি আপুও, উনাদের সংসারের বিস্তারিত তো আপনিই লিখলেন।
আপুর সবাইতে বেশি পছন্দ আমার, উনার মিষ্টি হাসি, এমন হাসি সবার হয়না আপু।
শুভ জন্মদিন রেহেনা বীথি আপু, দোয়া করি যেন যুগ যুগ ধরে আপনি আমাদের সবাইকে এভাবেই থাকুন, দোয়া করি যেন দীর্ঘজীবী হোন।
ইঞ্জা
সুন্দর শুভেচ্ছা পোস্টটির জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় সুরাইয়া পারভীন আপুকে। 😊
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
শুভকামনা আপু।
রেহানা বীথি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়। শুভকামনা নিরন্তর।
ইঞ্জা
জন্মদিনের শুভেচ্ছা আপু
রোকসানা খন্দকার রুকু
জন্মদিনের শুভেচ্ছা আপু মনি। ❤️❤️❤️❤️
আপনার সাথে দেখা হয়নি কিন্ত সবার লেখায় পড়ে বুঝেছি আপনি অনেক ভালো মনের মানুষ।
সুরাইয়া আপনি চোখের সমস্যা নিয়েও এরকম পোষ্ট দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন। দুজনের জন্যই শুভকামনা।
রেহানা বীথি
আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। ভালো থাকবেন আপু সবসময়।
ভালোবাসা জানবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
জন্মদিনে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানবেন রেহানা আপু।
আর সুরাইয়া পারভীন আপুকে ধন্যবাদ এতো সুন্দরকরে রেহানা বিথী আপু চমৎকার ভাবে আমাদের কাছে প্রকাশ করার জন্যে।
গুণীী মানুষটি সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো।
গল্প পড়ে তো আমি স্তব্ধ এতো সুন্দর লিখেন কেমন করে!
দুজনকেই শুভেচ্ছা অবিরাম
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেহানা বীথি
খাদিজাতুল কুবরা আপু, অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা অবিরত। ভালো থাকুন সবসময়।
তৌহিদ
আপুর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো। কথা হচ্ছে আমরা কেক খেতে চাই সেটা কবে খাওয়া হবে?
রেহানা আপু প্রতিটি লেখা সোনেলার পাঠককে মুগ্ধ করে সবসময়। তিনি সহব্লগার হিসেবে অনন্য। সোনেলায় তার বিচরণ দীর্ঘতর হোক এটাই চাই।
চমৎকার শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য সুরাইয়া আপু আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেহানা বীথি
তৌহিদ ভাই, সবাইকে কেক খাওয়ানোর সৌভাগ্য যেন তাড়াতাড়ি আসে, সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়। শুভকামনা নিরন্তর।