ছয়টি বিড়াল ছানা

বোরহানুল ইসলাম লিটন ১১ জুন ২০২২, শনিবার, ০৭:০৩:০৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

নিত্তি রাতে ছয়টি বিড়াল ছানা,
চোখ না বেঁধেই আমায় বলে
কানা মাছির কানা!
করলে ডেকে মানা?
ঘরে বসেই ভাগ করে নেয়
আমার পাতের খানা।

সোহাগ ঢেলে দিই যদি বা আড়ি!
মাছ খেয়ে সব কাঁটা ছুঁড়ে
নোংরা করে বাড়ি।
চাইলে যেতে ছাড়ি!
লাফ দিয়ে কয় মাথায় উঠে
করতো খবরদারী!

কষ্ট সয়েই আঁকছি ভোরের ছবি,
চাইলে কি ভাই উঠছে তাতে রবি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৩০৩জন ১৬০জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ