ছোট্ট পাড়া

সঞ্জয় মালাকার ২ মার্চ ২০২০, সোমবার, ১০:২৪:৫১পূর্বাহ্ন এদেশ ৩২ মন্তব্য

আমাদের ছোট পাড়ায় ছোট ছোট ঘর,
মিলেমিশে থাকি মোরা নেই কেউ'ই পর।

ছোট্ট পাড়া,,

আমার একটি ছোট্ট পাড়া,
ঐ-যে দূরের গাঁয়ে,
স্বচ্ছ সলিলার তীরে।
সকাল সন্ধ্যা গুন-গুনানি,
মাঝি মাল্লার সূরে।

সুজলা-সুফলা, শস্য - স্যামলা,
সেই নদীটির তীরে।
মানে হয় আমার সেই পাড়াটা,
রয়েছে বিশ্ব জুড়ে।

সবুজ ভরা সূরের দ্বারা,
স্বচ্ছ সলিলার তীরে।
মন জুড়ায় সেই গায়েতে'ই
মিলন মেলা দেখে।

মিলে-মিশে বাস করি মোরা,
মনের সখাঁরিতে।
বাঁচিব আমরা মৃত্যুর পূর্বে
গাঁয়ের বাসিন্দা হয়ে।

গাঁয়ের পূর্ব পাশে মনু নদী ,সেই নদীর তীরে আমাদে গ্রাম।

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ