ছোটবেলার শিক্ষা–যে মাস যত দিনে হয়

জি.মাওলা ১৮ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১২:৪১:৪৪পূর্বাহ্ন বিবিধ ৯ মন্তব্য

ছোটবেলার শিক্ষা--যে মাস যত দিনে হয়

তিরিশ দিনেতে হয় মাস সেপ্টেম্বর

তেমনি এপ্রিল , জুন, আর নভেম্বর ।

আটাশ দিনে ফেব্রুয়ারি ধরে,

একদিন বাড়ে তার চতুর্থ বছরে।

অবশিষ্ট সাত মাস একত্রিশ দিনে,

জানিবে ইংরেজি মাস এইরূপে গুনে।

 

  ইংলিশেজনপ্রিয়রাইম 

   Thirty days hath September,

    April, June, and November.

    All the rest have thirty-one,

    Excepting February alone,

    And that has twenty-eight days clear,

    And twenty-nine in each leap year.

 

এই ভাবে মাস এর হিসেব গুলি কে কে শিখছে। ছোট বেলা খুব কষ্ট হয় ছে না কোন মাস কত দিনে মনে রাখতে। আমি অবশ্য হাত মুঠি করে   গিট গুনে মনে রাখতাম কোন মাস কত দিনে। উঁচু ৩১ দিন নিচু ৩০ দিনে , শুধু ফেব্রুয়ারি মাস ২৮ দিন এবং লিপইয়ার হলে ২৯ দিনে।

গোলাম মাওলা, বাসাবো, ঢাকা

 

 

                                                                                                             

 

 

 

                                                                                                                                          

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ