- খোকা খুকি দেখতে পেলো
ছোটন নাকি নাইতে গেলো
নদীর জলে
সাঁতার চলে
মায়ের ভয়ে এলোমেলো।
- মায়ের কথা খোকা বলে
ছোটন সোনা দৌড়ে চলে
মনে মনে
ক্ষণে ক্ষণে
শাপলা শালুক নদীর জলে।
- খোকা খুকি বিকেল বেলা
মন আনন্দে করে খেলা
ছোটন ডাকে
মায়ের হাঁকে
নদীর তীরে শিশুর মেলা।
- দারুণ কাব্য শৈলী কথা
ছোটনের মন আছে ব্যথা
বায়না বড়
জড়োসড়
বলবো কাকে যথাতথা।
- রচনাকালঃ
০৪/০৭/২০২১
৪+৪+৪+৪
৩৯৬জন
২৭৩জন
১২টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় ———
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
অনন্য অর্ণব
হুম ঠিক, বায়না যতোই থাকুক যথা তথা তো আর বলা যায় না। খুব সুন্দর ছন্দময়। ধন্যবাদ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ঠিক বলেছেন।
সব বায়না বলা যায় না।
শুভকামনা রইল।
মনির হোসেন মমি
ছেলেবেলার স্বপ্ন। চমৎকা ছন্দ।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর হয়েছে মন্তব্য খানি।
শুভকামনা রইল।।।
হালিমা আক্তার
ছন্দময় কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব ছন্দময় চমৎকার ছড়া — নদীর জলে
সাঁতার চলে
মায়ের ভয়ে এলোমেলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
ধন্যবাদ