ছেলেবেলা ঘুরে দেখা

মোঃ মজিবর রহমান ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার, ০৫:৩৪:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

আর হবে ফেরা, সেই ছোট্ট বেলা
আবার কি হবে দেখা ঘুরে গ্রামটা
আবার আসিব আবার আসিব
যতই বলি ততই রচি মনে
আবার আসিব আবার আসিব
দেখা হই না, ফিরে সেই ছোট্ট বেলা।

গেঁয়ো মেঠো পথ, গাছে গাছে সারি
খেতে আছে ধান ও পাট  মিতালী
যেথায় আছে সবুজের ছায়াবিথী
আমার জন্ম সেই গেঁয়ো বাড়ি গরুরগাড়ী।

খেলা বাতাস আকাশ আড়াআড়ি
ধান  সরষে বাতাসে বাড়াবাড়ি
বর্ষায় আখ খেতে বৃষ্টি ভরা জলে
খেতাম আখ দাঁতের খরচে।

কুইসুরের সুমিষ্ট রসে ভরে গাল
কেটে গেলে চোখে আসত জল।
পাই না, হই না, সেই সুযোগ
ছোলা গাছ পুড়িয়ে খেতাম উড়া।

আর কি হবে খেলা গইলু ধরা
পাটের খড়িতে কাঠালের আটা
গইলু ধরতাম বকুনি খেয়ে
মাইর ছিলো তত পিঠে।

লেখা আগ্রহ দিয়েছে সুরাইয়া পারভীন আপুর লেখা, "আবার ফিরে পেতে চাই সেই ছোট্ট বেলা।"

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ