ছুটি ছুটে ছুটে যায়

হালিমা আক্তার ১০ জুন ২০২২, শুক্রবার, ১১:৫০:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

কর্মব্যস্ত জীবনে
ছুটি যেন সোনার হরিণ
প্রতি সপ্তাহে হিসেব গোনা,
শুক্রবার কত দূরে
লাগামহীন গতিতে চলা জীবন
ছুটির প্রতীক্ষায় কান পেতে রই।
শুক্র-শনির সাথে যদি বাড়তি ছুটি জুটে যায়
তখন মনে হয় প্রজাপতির রঙিন ডানায় ভর করে
ছুটে যাই কোন অজানার প্রান্তে।
ছুটির দিন নিয়ে কত পরিকল্পনা
ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে উল্টিয়ে
তাই ছুটির হিসাব করা।

হিসাব কষি আর ভাবি, ছুটির দিনে একটু আরাম করে দেরীতে উঠা যাবে। দেখা যাবে ওই দিন সকালে কে যেন মোবাইলে কর্কশ স্বরে ঘন্টি বাজাচ্ছে।

বইমেলা থেকে কেন বইগুলি এখনো শেষ করা হয় নি এই ছুটিতে দু' একটা পড়ে নেওয়া যাবে। আহ্ ছুটি শেষ হয়ে যায়। বইয়ের দু চার পাতা হয়তো ছুঁয়ে দেখা হয়।তারপর বই গুলো জায়গা মতো শুধু ঘরের সৌন্দর্য বাড়ায়। মাঝে মাঝে হিসাব কষে রাখি, এ সপ্তাহের ছুটিতে কোথাও বের হবো না। কর্ম ক্লান্ত শরীরটাকে বিশ্রামে বেঁধে রাখবো।

গতিতে চলা জীবন কি থামতে পারে। আহ্ ছুটির দিন গুলো তাই ছুটে ছুটে যায়।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ