ছুঁয়ে যায় প্রেম

কামরুল ইসলাম ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৬:০০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আমাকে ছুঁয়ে যায় প্রেম, তোমার আহ্ববানে ~
শীতের শেষে, বসন্তের আগমনী গানে ~
নতুন কাব্যে গাঁথি, কবিতার খাতা ~
শাখে ফুটে ফুল, স্বপ্নীল চোখের পাতা ~
ছুঁই ছুই যেন আকাশ, ভেসে যাওয়া মেঘ ~
রাত গভীরে তোমার তরে, বাড়ে ভাবাবেগ ~
সম্ভাবনার আলো জ্বালে, হাজারো জোনাকি ~
জল রঙে স্বপ্ন সাজাই, আলপনা আঁকি ~
তুমি আবৃত করো, আমার চারপাশ ~
গাঢ় হয় প্রেম, দীর্ঘ হয় নিঃশ্বাস ~
মুগ্ধ হই দৃষ্টির মায়ায়, আঁচলের ছলে ~
যা ছিল সঞ্চয়, কেড়ে নিয়েছো কৌশলে ~
আপনাকে হারাই, তোমার নোনা জলে ~
নতুন করে বাঁচি, ভালবাসার অতলে ~
আশায় বুক বাঁধি, খড় হীন ঘরে ~
প্রতিক্ষায় থাকি, পথ পাণে চেয়ে, তোমার তরে ~
যা কিছু ছিল, দিয়েছি উজাড় করে, নেই আর বাকী ~
তুমি হীন স্বপ্নময় ভুবনে , জীবনের সবটাই ফাঁকি ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৩/০১/২০২০
ঢাকা

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ