
আমাকে ছুঁয়ে যায় প্রেম, তোমার আহ্ববানে ~
শীতের শেষে, বসন্তের আগমনী গানে ~
নতুন কাব্যে গাঁথি, কবিতার খাতা ~
শাখে ফুটে ফুল, স্বপ্নীল চোখের পাতা ~
ছুঁই ছুই যেন আকাশ, ভেসে যাওয়া মেঘ ~
রাত গভীরে তোমার তরে, বাড়ে ভাবাবেগ ~
সম্ভাবনার আলো জ্বালে, হাজারো জোনাকি ~
জল রঙে স্বপ্ন সাজাই, আলপনা আঁকি ~
তুমি আবৃত করো, আমার চারপাশ ~
গাঢ় হয় প্রেম, দীর্ঘ হয় নিঃশ্বাস ~
মুগ্ধ হই দৃষ্টির মায়ায়, আঁচলের ছলে ~
যা ছিল সঞ্চয়, কেড়ে নিয়েছো কৌশলে ~
আপনাকে হারাই, তোমার নোনা জলে ~
নতুন করে বাঁচি, ভালবাসার অতলে ~
আশায় বুক বাঁধি, খড় হীন ঘরে ~
প্রতিক্ষায় থাকি, পথ পাণে চেয়ে, তোমার তরে ~
যা কিছু ছিল, দিয়েছি উজাড় করে, নেই আর বাকী ~
তুমি হীন স্বপ্নময় ভুবনে , জীবনের সবটাই ফাঁকি ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৩/০১/২০২০
ঢাকা
১৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“যা কিছু ছিল, দিয়েছি উজাড় করে, নেই আর বাকী ~
তুমি হীন স্বপ্নময় ভুবনে , জীবনের সবটাই ফাঁকি ।।”
ভোর সকালে মনটা ভরে গেল
একটুকরা প্রেমের দামযে পেল।
শুভ সকাল , প্রেমিক প্রবর।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা,
অনেক শুভ কামনা জানাই
সুপর্ণা ফাল্গুনী
রাত গভীরে তোমার তরে, বাড়ে ভাবাবেগ ~
সম্ভাবনার আলো জ্বালে, হাজারো জোনাকি ~
জল রঙে স্বপ্ন সাজাই, আলপনা আঁকি ~
তুমি আবৃত করো, আমার চারপাশ ~
গাঢ় হয় প্রেম, দীর্ঘ হয় নিঃশ্বাস ~ভালো লাগলো এতটুকু। ধন্যবাদ ভাইয়া শুভ সকাল
কামরুল ইসলাম
ধন্যবাদ দিদি,
অনেক শুভ কামনা ও শুভ সকাল
ইসিয়াক
খুব সুন্দর।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
ও সকালের শুভেচ্ছা
রেহানা বীথি
ভালোবাসা নতুন করে বাঁচতে শেখায়।
খুব সুন্দর লিখলেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
অনন্য অর্ণব
যা কিছু ছিল, দিয়েছি উজাড় করে, নেই আর বাকী ~
তুমি হীন স্বপ্নময় ভুবনে , জীবনের সবটাই ফাঁকি ।।
জীবনে কাউকে এতোটাও ভালোবাসতে হয় না যাতে নিজের অস্তিত্ব ধূলিসাৎ হতে পারে।
কামরুল ইসলাম
ভালবাসায় কোন কৃপনতা থাকে ???
নাকি ভাগাভাগি থাকে ???
যখন মনে ভালবাসা আসে, তখন শতভাগ ই আসে ।
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন । ভালো থাকুন। আরো লিখুন।
কামরুল ইসলাম
ধন্যবাদ,
অনেক শুভ কামনা
মোঃ মিজানুর রহমান সুমন
দারুন
কামরুল ইসলাম
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
আপনাকে হারাই, তোমার নোনা জলে
নতুন করে বাঁচি, ভালবাসার অতলে
আশায় বুক বাঁধি, খড় হীন ঘরে
প্রতিক্ষায় থাকি, পথ পাণে চেয়ে, তোমার তরে…
বাহ! দারুণ হয়েছে কবিতা।
শুভ কামনা রইলো কামরুল ভাই 🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা আপনার জন্য
সুরাইয়া পারভীন
প্রতিক্ষায় থাকি, পথ পাণে চেয়ে, তোমার তরে ~
যা কিছু ছিল, দিয়েছি উজাড় করে, নেই আর বাকী ~
তুমি হীন স্বপ্নময় ভুবনে , জীবনের সবটাই ফাঁকি ।।
জাস্ট সুপার
কামরুল ইসলাম
অনেক প্রীত হলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা