
হেঁটে যাই
ছেঁড়া ছেঁড়া হয়ে ভেসে থাকা বাতাসে
অপেক্ষাগুলোকে অপেক্ষায় রেখেই
সময় বয়ে যায় ভবিষ্যতে,
ভারী হওয়া স্বপ্নগুলো ছিন্নভিন্ন শরীরে
হারিয়ে যায়, ছাপ চিহ্ন না রেখে,
চূর্ণবিচূর্ণ নুড়ির মত তদন্ত ছাড়াই;
ঠিকানা-বিহীন সীমান্ত-বাঁধুনি সীমা-হীনতায়
বিহ্বলতার দাগ ফেলে বারে বারে
অখ্যাত নদীর ঘাটে ঢেউয়ে ঢেউয়ে;
অবশিষ্টের মত হেঁটে যাই একাকী
হাঁটা পথ ধরে।
ছিনিমিনির জীবন
পালানোর পথ নেই জেনেই
আবার বাতাস বইয়ে দিচ্ছে কবিতা,
বেঁচে থাকা রোদের হাত বাড়িয়ে,
হাজারো শব্দে শব্দে একাকার
জীবনের উড়াল-পাখি কবিতার বেশে।
চিকন চিকন পাখিদের ডাকে খুঁজে পাব
পায়ের ছাপ, গানের কলি, ছিনিমিনি জীবনের
অন্তর্দোলায় তাড়িয়ে নেয়া আগুন খেলার মাঝে;
বিলাসী প্রকৃতি
নবতম প্রস্থে বুকের আয়না খুলে
বেঁচে থাকবো সোনার পালঙ্কে,
স্বেচ্ছায় দেখে নেব নেড়েচেড়ে
জীবনের বাহু-পাশ;
নির্ঘণ্টে মিলিয়ে নেবো
আকাঙ্ক্ষার অনন্ত-জীবন,
দূর অতীত পেছনে ফেলে।
ফাঁকিজুঁকির অন্তহীন খেলা
বিস্ময় মূর্তিতে আজ ও আঁকা
অন্তহীনের অন্ধকারে সুরেলা মেঘের কাছে
ইশারা রাখছি, একটুখানি হাসি-বৃষ্টির,
দ্বিধাহীন বিলাসী প্রকৃতিতে।
বিদ্রঃ আমার করা কিছু মন্তব্য সাজিয়ে গুছিয়ে নিলাম।
ছবি নেটের।
১৬টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার সুন্দর ভাবনাগুলোর চমৎকার প্রকাশ ঘটেছে ভাই। ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আমার করা মন্তব্যগুলো একটু বাড়িয়ে লিখলাম।
পড়ার জন্য ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
সব বুঝলাম কিন্তু মনের মত মন্তব্য করতে মেধায় কুলায় না।
সবই বাস্তবতায় ভরা কি করলাম কি করতে পারলাম না এটা অন্তরে বাজে। প্রিয় ভাই।
ছাইরাছ হেলাল
টানাপোড়েন নিয়েই আমাদের জীবন, তাই বেশী ভেবে আর কী হবে।
ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
তাই! আপনিও ভালো থাকবেন সতত।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
হালিমা আক্তার
ছেঁড়া স্বপ্ন গুলো বাতাসে ভেসে বেড়ায়। আমরা সময়ের অপেক্ষার খেয়াঘাটে নোঙর বেঁধে রাখি। ইচ্ছে করলেই পালিয়ে বেড়ানো যায় না। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপানি তো বেশ মন্তব্য করেন। সময়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই আক্ষেপ/অপেক্ষা থেকেই যায়।
ধন্যবাদ আপনাকে।
সুরাইয়া পারভীন
সময়ের সাথে সাথে সবকিছু হারিয়ে যায়
সমস্ত ছাপ চিহ্ন মুছে দিয়ে, এ চরম বাস্তবতা
তবুও মানুষ অপেক্ষায় থাকে প্রত্যাশা রাখে
একলা চলতি পথে কেউ সঙ্গ দিক সঙ্গে থাকুক।
জীবনের উড়াল পাখিটিকে
যদি অজস্র শব্দে ছন্দে গেঁথে
কবিতায় মিশিয়ে দেওয়া যায়
তবে পাখিটি উড়াল দিলেও
সে রয়ে যাবে কবিতার প্রতিটি চরণে
আশায় জীবন, আশা আছে বলেই মানুষ
এখনো বেঁচে আছে/থাকে, অতীতকে পিছনে ফেলে
আবার নতুন করে নব উদ্যমে স্বপ্ন দেখে
আগেই স্বীকার করছি আমি কিন্তু কিছু ই বুঝিনি
কয়েকবার পড়েছি তারপর যা মনে হলো ছেড়ে দিলাম মন্তব্যের ঘরে🤦🤦
ছাইরাছ হেলাল
যা মনে হবে তাই তো লিখবেন নির্দ্বিধায়, আপনার মত করেই।
আপনি পড়ছেন মন দিয়ে সে আমি বুঝতে পারি।
পড়া-লেখা চালু থাকুক।
ভাল থাকুন, ব্যস্ততা নিয়েও।
আরজু মুক্তা
অপেক্ষার প্রহরগুলো পাল তুলে আর চলে না। সময় সময়ের মতো বয়ে যায়।স্বপ্ন গুলো হারিয়ে যায় মনের অজান্তে। আর চাওয়া পাওয়াগুলো সময়ের ব্যবধানে কোন চিহ্নই রাখে না। তাক তবুও আশার বৃষ্টি হোক।
ছাইরাছ হেলাল
বৃষ্টি চাই, অপেক্ষায় ও থাকি, অপেক্ষা আনন্দের, বেদনার ও।
তবুও অপেক্ষাই জীবন।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সময়ের নিয়মে স্বপ্নগুলো হারিয়ে যায় অতল গহ্বরে তবুও চলার পথ থেমে থাকে না।
কবিতা ছেড়ে পালানোর উপায় নেই কারণ কবিতা যে আপনার সঞ্জীবনী সুধা তাইতো বাতাস বইছে কবিতায়। লিখুন বেশি বেশি।
বিলাসী প্রকৃতিতে হারিয়ে যেতে নেই মানা, অতীতের সমস্ত জরাজীর্ণ স্মৃতি পিছনে ফেলে।
চমৎকার উপস্থাপন। মন্তব্য গুলোকে সাজিয়ে কবিতায় নতুন রূপ দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
ধুর, কবিতা কী না জানিনা, ইদানিং যা হচ্ছে, মন্তব্য করার পর মনে হয় আরো যেন কিছু বলার ছিল,
সে থেকেই এমন করে লেখা, মন্তব্যগুলো আমার কাছে এক একটি লেখা, আর লেখার প্রতি ইট্টু মায়া-মমতা-ভালুবাসা থেকেই যায়।
আপনি তো মন দিয়েই পড়েন সব সময়।
শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু
সাজিয়ে গুছিয়ে নেয়া মন্তব্যই যদি এমন হয় তাহলে বাকিগুলো কতো অসাধারণ।
কলম চলুক,,,,
ছাইরাছ হেলাল
আচ্ছা, আপনি যখন বলছেন তখন না হয় চালুই থাকলো!!
ভাল থাকুন।