ছান্দিক ভাবনা : ঘুম এবং প্রেম

নীলাঞ্জনা নীলা ২৩ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ০৬:০৮:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৮ মন্তব্য

অবগাহন...
অবগাহন...

**\\ঘুম//**

কখনো হঠাৎ একেবারে চুপ
নির্বাক নিশ্চুপ
উড়তে উড়তে ওই সুদূরে
তেপান্তরে টুপ।
খুঁজবে কি তখন আমায়
তোমার ও দুটো চোখ?
চুপ চুপ চুপ
এখনও একই রূপ
ডাকছে ওই নীল আকাশ
দেবো নাকি ডুব?
আহ! নীরব নিশ্চুপ!
দেখো ছুঁয়ে আত্মা আমার
ঘুম পেয়েছে খুব।

########## (3   -{@   (3 ##########

**\\প্রেম//**

মেঘ বুঝি ঝরবে ওই নীল পাহাড়ে?
ভিঁজবে কি তখন তোমার ওই অরণ্য?
আগলে কি নেবে আমায় মেঘের সকাল?
রাত্রির গান গাইবে কি ওই ফুলেল বিকেল?
নীল কি ছোঁয়াবে ঠোঁট আমার এই কাজল চোখে?
লজ্জ্বাকাতর চিবুকে বুঝি মাখাবে ওর আদুরে রঙ?
তাই কি ডাকছে আমায় তোমার ওই নীল পাহাড়?
পড়াবে বলে ডুরে কাটা তাঁতের শাড়ী?
সাজছি আজ ইচ্ছেমতোন তোমার জন্যে
হারাবো আজ মনটি আমার নীল-সবুজে।
বুঝলে কিছু?

**শুভ জন্মদিন সোনেলা। তোমার জন্যে আমি এবং আমার নীলের পক্ষ থেকে   -{@   (3

হ্যামিল্টন, কানাডা
২২ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

0 Shares

৫৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ