ছাঁচ না মানুষ

খাদিজাতুল কুবরা ৭ ফেব্রুয়ারি ২০২২, সোমবার, ০৬:৫৭:০৬অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

 

তোমাকে ছুঁয়ে দিতে নিশ্বাসে পাড়ি দেই শত ক্রোশ!
কথা দিচ্ছি আসবো,
যদি খুলতে পারি শেকলের আগল,
প্রোথিত বিশ্বাস।
এনোনা; অপেক্ষায় ক্লান্তি,
শুধু চোখে নয় একাত্মতায় ও হয় শুভদৃষ্টি!
সিগনেচারে বিকোতে পারিনি হীরক শরীর!
আমার কাছে জাত হারামি কিংবা ধূর্ত শেয়াল মনে হয় ওদের।
যাদের হাতগুলো ঈগলের নখ আর হায়েনার মতো চোখ।
দ্বিখণ্ডিত স্বত্বা চূর্ণ হয় বারবার!
কোথায় সমর্পিত হবে দলাপাকানো দুঃখগুলো আমি হবো নির্ভার?
ধমনীগুলো ছিঁড়ে খায়,
ভালোলাগা বাজু বন্ধি হতে না পারার রিনরিনে যন্ত্রণা!
হোঁচট খেয়ে জেনেছি,
পাথরের সাথে মানুষের সন্ধি হয়না।
সর্বত্র দেখি বিপরীতমুখী পাথর, তোমাতে দেখেছি মন, সেই থেকে চোখদুটো বিভোর!
আমি আসবো ভাঙা শার্সিটার ফাঁক গলে বৃষ্টির ছাঁট হয়ে,
মাছরাঙা ঠোঁটে পুরে নিতে তোমাকে!
কিন্তু একটা প্রশ্নের উত্তর যদি মিলে যায়,
কাকে খোঁজ তুমি? আমার মধ্যে আমিকে নাকি আমার ছাঁচে পর্তুলিকাকে?
নাকি অরণ্যে হারানো রাজকন্যাকে?

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ