কি ?! ভাবছেন পুলাটা চইল্লা গেছে ? হিহি যাই নাই আছি। আসি প্রতি দিন। ১/২ পোস্ট পড়ি । তার পর গুমাই। আর স্বপ্ন দেখি ভাল স্বপ্ন । লাল, নীল, হলুদ, বেগুনী আরো আরো অনেক অনেক রংএর সাপ, পাখি, গাছ, পুকুর মাছ আরো অনেক অনেক কিছু । সমস্যা হচ্ছে আমার স্বপ্নের মাঝে মানুষ নাই। আর মানুষ আসলে সেইটা আসে সাদা-কালো। কেন ? জানি না কেন । হাহাহ
কয়েকটা ছবি নিয়া আসলাম শেয়ার করার জন্য। (হডিং টা আমার ভাল লাগে নাই 🙁 ছবির সাতেহ ব্লগ শব্দটা মিলছে না )

বন্য প্রানি ও পক্কী বিশেষজ্ঞ শরীফ খান আমার একজন প্রিয় লেখক(অনেকর মধ্যে)। উনার সংগ্রহে না কি ৪০০+ পাখির পরিতাক্ত বাসা আছে। হাহা
আমার কথা বলি_ ছোট বেলায় যদি আমার ল্যাব টায় জায়গা থাকত তাহলে কয়েক হাজার বাসা আমার কাছে থাকত। (দুখের বিসয় আমায় ল্যাব ছিল টেবিলের নিচে হাহাহ )

১. নিচের ছবিতে একটা পাখির বাসা  আছে দেখেন ত খুজে পান কি না ?

 

২. কি দেখতে পাইচেন ?

 

৩. এইবার নিশ্চয়ই পাইচেন 🙂  ? হুররে আপনে একটা পাখির বাসা পাইচেন:)  হাহাআহ

 

৪.  আরো একটু কাছে আইসা দেখেন 😛

 

৫. ওমা!!! একটা ডিম :O ওয়াও!!!!!!!!!!!!!!!!!!!!

( মোটেও ভাঁজির চিন্তা করবেন না )

 

৬. আরো একটু কাছে 🙂

৭. শেষ

 

 

আচ্ছা , অনেক গুলা তুললাম কিন্তু ছবি একটাই দেখার মত হইছে (৫) কি বুলেন ??
এটা একটা বুলবুলি পাখির বাসা। আমাদের আঙিনার শেফালী ফুল গাচে বাসা করেছে । প্রায় ২০/২৫ ফুট উঁচুতে । ছবি গুলা তুলার জন্য প্রায় তিন বছর পর চালে উটলাম। অনেক ভয় পাইছি । কারন চালের কিনারাতে দারাইয়া গাছটা এক হাতে টান দিয়া ধইরা ফডু উটাইচি।  গাছ আমায় টানদিয়া ফালাই দিয়েছিল প্রায় । উফঃ

আরো বিভিন্ন ধরনের পাখির (ভাল) বাসার ছবি আছে। 🙂 😉 দিমু এটুপরে

(ছবিগুলা মোবাইল দিয়া তোলা)

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ