ছন্দ

আলমগীর সরকার লিটন ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১১:১০:০০পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

হাসিতে কান্দিতে ছন্দ
খাইতে ঘুমাতে ছন্দ
চলা ফিরা- কথায় নাই ছন্দ
ছন্দ না থাকিলে অন্ধ;
পড়িতে লেখিতে
মারামারি ধরাধরি
খেলা ধুলাই হাটবাজারে
ছন্দ না হলে চলে
মৃত্যুই হলেই বন্ধ।

প্রসাব পায়খানা
স্বামী স্ত্রী সন্তান সন্তাদী
কথায় নাই ছন্দ
ঘরে বাহিরে সহবাসে
বুক জ্বলা পুড়াতেও ছন্দ
কবি সাহিত্যেও চলন্ত
চোখ খুললেই বাঁশিতে ছন্দ
প্রেমের সুখে দুখে ছন্দ উড়ে গন্ধ
সবই যে প্রকাশময় আনন্দ।
১৪ শ্রাবণ ১৪২৮, ২৯ জুলাই ২১

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ