চৌকাঠে ঠিকানা

আলমগীর সরকার লিটন ৪ জুন ২০২২, শনিবার, ১২:০৩:৪৩অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

গাও পোড়া গায়ে কবির আর্তনাদ
আর কবিতার মনে রক্তাক্ত বুক;
হাট বাজারের মুখে কি যে হট্টগোল
যত অরাজনীতিক বাক্য মেঘের দর কষাকষি
বৃষ্টি বাদল এতো বুঝেই না যত বিদ্বেষী চিন্তা

কবিতার এক গলা আমজনতার মনে
প্রেম নদে বালুচর আর রাস্তার মোড়
ধূলি বালি মিছিলের রব! বর- বর ভাঙ্গছে মাটি
ঝর্ণাধারার পাশে কবির হলো চৌকাঠে ঠিকানা!
আর কবিতার চির সবুজ ঘাস ফুল।

২১জ্যৈষ্ঠ ১৪২৯, ০৪ জুন ২২

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ