
গাও পোড়া গায়ে কবির আর্তনাদ
আর কবিতার মনে রক্তাক্ত বুক;
হাট বাজারের মুখে কি যে হট্টগোল
যত অরাজনীতিক বাক্য মেঘের দর কষাকষি
বৃষ্টি বাদল এতো বুঝেই না যত বিদ্বেষী চিন্তা
কবিতার এক গলা আমজনতার মনে
প্রেম নদে বালুচর আর রাস্তার মোড়
ধূলি বালি মিছিলের রব! বর- বর ভাঙ্গছে মাটি
ঝর্ণাধারার পাশে কবির হলো চৌকাঠে ঠিকানা!
আর কবিতার চির সবুজ ঘাস ফুল।
২১জ্যৈষ্ঠ ১৪২৯, ০৪ জুন ২২
১২টি মন্তব্য
হালিমা আক্তার
অনেক কঠিন মনে হচ্ছে। আবার পড়তে হবে।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বন্যা লিপি
আপনার ভাবনার উন্নয়ন দেখতে পাচ্ছি লেখায়,,, শব্দ বিন্যাসে একটু হোঁচট খেতে হচ্ছে পড়তে গিয়ে। জোড়াতালি দিতে দিতে পড়তে হয়েছে…. তারপর খন্ড খন্ড চিত্রের আভাস যা পেয়েছি,,, তা আর বিন্যস্ত ধারায় বুঝিয়ে মন্তব্যে গেলাম না।
কবির শব্দ তৈরী চালু থাকুক।
আলমগীর সরকার লিটন
জি লিপি আপু অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
বেশ মননশীল সৃজন কবি দা!
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!
আলমগীর সরকার লিটন
জি কবি দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——–
রিতু জাহান
অরাজনৈতিক আন্দোলনের ঝড় তোলে সাধারণেও,, পারে না কেবল শব্দ দূষনের বাণ ছুঁড়তে, ওটা বরং তোলা থাক অরানৈতিক রাজনীতির মঞ্চে।
শব্দের কারুকাজে জীবন সাজাক বিজ্ঞ কবি,,,
আলমগীর সরকার লিটন
জি রিতু জাহান আপু সঠিক বলেছেন
ভাল ও সুস্থ থাকবেন——
রিতু জাহান
আপনিও লিখে চলুন,, শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
চেষ্টা চলছে এই আর কি
রোকসানা খন্দকার রুকু
আমি কঠিন কিছু বুঝিনা আবার মন্তব্য না করলেও বিপদ!
অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য।।।
আলমগীর সরকার লিটন
জি রুকু আপু না বুঝলে পাঠ করার দরকার নেই
অযথা সময় নষ্ট করে কি লাভ
ভাল ও সুস্থ থাকবেন—————