
চোখে সর্ষে ফুল দেখা বলে একটা প্রবাদ বাংলা ভাষায় প্রচলিত আছে। আসলে ওটা হলো মাথায় আকাশ ভেঙ্গে পড়া বা মহা বিপদে পড়ে পথের দিশা না পাওয়া। আমার সর্ষে ফুল কিন্তু ...................একেবারে খাটি সর্ষে ফুল 😀
(২)
(৩)
(৪)
(৫)
(৬)
(৭)
(৮)
(৯)
(১০)
(১১)
(১২)
(১৩)
(১৪)
(১৫)
(১৬)
(১৭)
(১৮)
(১৯)
(২০)
Thumbnails managed by ThumbPress
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অবশ্যই রিয়েল সর্ষে ফুল।
১৮,১৩ আমার পছন্দ।
কামাল উদ্দিন
হুমম, এই তো সময় সর্ষের মাঝে ভুত দেখার
সুপর্ণা ফাল্গুনী
ওয়াও! অসাধারণ! সরিষার এমন সৌন্দর্য দেখার সৌভাগ্য আমার হয়নি। ধন্যবাদ ভাইয়া
কামাল উদ্দিন
বলেন কি আপু! হয়নি কেন!!
ইসিয়াক
কি যে সুন্দর ! কি বলবো?
মুগ্ধতা।
কামাল উদ্দিন
শুভ কামনা জানবেন ইসিয়াক ভাই
নাজমুল আহসান
চমৎকার সব ছবি ভাই 👍
[দ্য লাস্ট ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান 😋 ]
কামাল উদ্দিন
“দ্য লাস্ট ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান” কেন ভাই? ছোট বেলার কথা কি মনে পড়ে গেছে? 😀
সুরাইয়া পারভীন
ওয়াও দুর্দান্ত।
একদম খাঁটি সর্ষে ফুল
কামাল উদ্দিন
হুমম, একেবারে খাঁটি 🙂
মোঃ মজিবর রহমান
মোর হল কি?? ছবি দেখতে পাইনা।
কামাল উদ্দিন
মডারেটরদের সাথে যোগাযোগ করেন, অথবা উইন্ডোজে সমস্যা কিনা ভালো করে দেখেন মজিবর ভাই।
নিতাই বাবু
সর্ষে ফুল যদি বাজারে পাওয়া যেত, তাহলে বাজার থেকে কিনে নিয়ে সর্ষে ফুলের বড়া বানিয়ে খাওয়া যেত। সর্ষে ফুলের বড়া সুন্দর একটা মজাদার খাবার।
কামাল উদ্দিন
বাজারে পাওয়া যায় তো ভাই, আমার পছন্দর জিনিস এটা, আশা করছি সামনে আপনি সর্ষে ফুলের একটা রেসিপির পোষ্ট দেবেন দাদা।
ছাইরাছ হেলাল
অপেক্ষা দেখাচ্ছেন!
মনে থাকলেই হয়!
জিসান শা ইকরাম
দারুন সৌন্দর্য,
৭. ১৮ বেশি ভাল লেগেছে।
কামাল উদ্দিন
শুভেচ্ছা জানবেন বড় ভাই
তৌহিদ
আমিতো খালি হলুদ সর্ষেফুল দেখছি আর কিছুনা ☺
কোনটা রেখে কোন ছবির কথা বলবো? সবগুলোই দারুণ।
কামাল উদ্দিন
লাল সর্ষে ফুলের সন্ধান পাইনি তো ভাই? :#gt