চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন — অসাধারণ ।।

স্বপন দাস ৪ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ০২:২৯:২২পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

আমিতো বুঝিনা ঠিক কবে বরষা কবে বসন্তদিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
খুঁজে খুঁজে মরি মিছে রাত না কি দিন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
সবুজ ঘাসে ওকি ভোরের শিশির
নাকি আলো-- রজনীর আঁখিনীড় ।
এসব যতই ভাবি ততো দিশাহীন
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।
খেয়ালী বাতাস দেখে যায় রেখে যায়
চেনা চেনা বাস
আমারতো পথ নেই, পথের আমি
কিছু মিছে পিছু ডাকে থমকে থামি ।
ফিরে সেই চোখ দেখি, সে আশাও ক্ষীণ
চোখে চোখ রেখে আমি দৃষ্টিবিহীন ।।

★★★ শ্রীকান্ত আচার্যা এর গাওয়া এ গানটি এত অসাধারণ লেগেছে যে লিরিকটা শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না ।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ