চোখের ভাষা

ফজলে রাব্বী সোয়েব ১ মে ২০২১, শনিবার, ০২:৫৮:২৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

তোমার চোখ, তোমার প্রেমের কথা বলে!

তোমার চোখ, তোমার আনন্দের কথা বলে!

তোমার চোখ তোমার কষ্টের কথা বলে!

তোমার চোখ, তোমার পাওয়া না-পাওয়ার কথা বলে!

চোখ দেখেছি অনেক,

কিন্তু কথা বলা চোখ আগে আর কখনো দেখিনি।

হয়তোবা দেখবোও না আর কোনদিন।

মানুষ তার সবকিছু নাকি মনে ধারণ করে?

কিন্তু তুমি সব ধারণ কর তোমার ওই চোখদুটোতে!

 

মায়াবী দুখানা চোখ, আহা!

কত আবেগ, কত ভালোবাসা মাখা চাহণী!

এই চাহণীর কি এক প্রচন্ড শক্তি আছে!

মানুষের মন ভালো করে দেয়ার মত শক্তি,

মানুষের মন থেকে ঘৃণা দূর করে

দেয়ার মত শক্তি,

মানুষের মনে বিশ্বাস ফিরিয়ে আনার শক্তি,

মানুষের মরে যাওয়া মনুষ্যত্বকে

জাগিয়ে দেয়ার মত শক্তি।

 

তাই মন থেকে চাই,

ভালো থাকো তুমি।

ভালো থাকুক তোমার ওই মায়াবী চোখ জোড়া।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ