এ কবিতায় মন্তব্য দেবার ভাষা আজ আমার অবশিষ্ট নেই। আমি এ লেখার গূঢ়ার্থ ঠিক বুঝেছি। তবে….. যদি আবার কখনো ফিরে আসে শব্দের অহংকার! তবে কলম চলবে হয়ত! নয়ত থেমে গেলাম এখানেই।
আমি ভাষা খুঁজে পাচ্ছিনা। আমার খুব কাছের একজনের সাথে কবিতার ভাবার্থ মিলে গেল। দুরত্ব যতই থাক, দেয়া হোক কাঁটা তারের বেড়া। যে প্রিয়জন সে বৃষ্টি ভেজা কোন এক রাতে আসবে ফিরে। শুভ কামনা রইলো।
১৪টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দুই প্রান্তে গেলেও মানুষের মন বাধা মানেনা। সে অপেক্ষায় থাকে। সময় ঝিম মেরে থাকে। অনেক চমৎকার লিখেছেন।
শিরিন হক
ধন্যবাদ মন্তব্যে
বন্যা লিপি
এ কবিতায় মন্তব্য দেবার ভাষা আজ আমার অবশিষ্ট নেই। আমি এ লেখার গূঢ়ার্থ ঠিক বুঝেছি। তবে….. যদি আবার কখনো ফিরে আসে শব্দের অহংকার! তবে কলম চলবে হয়ত! নয়ত থেমে গেলাম এখানেই।
শিরিন হক
তবুও আমি আশাহত হইনা কখনো
যখন তুমি থমকে যাও শুরুটা সেখান থেকেই শুরু হয়েছে বারবার…..
সঞ্জয় মালাকার
কবিতা ভালো লাগলো খুব,
পড়ে মুগ্ধ হলাম,।
ভালো থাকবেন শুভ কামনা 🌹🌹
শিরিন হক
ধন্যবাদ অনেক অনেক
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন।
বেশ মুগ্ধতা রইল।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
শিরিন হক
ধন্যবাদ
হালিমা আক্তার
আমি ভাষা খুঁজে পাচ্ছিনা। আমার খুব কাছের একজনের সাথে কবিতার ভাবার্থ মিলে গেল। দুরত্ব যতই থাক, দেয়া হোক কাঁটা তারের বেড়া। যে প্রিয়জন সে বৃষ্টি ভেজা কোন এক রাতে আসবে ফিরে। শুভ কামনা রইলো।
শিরিন হক
আহা কি অদ্ভুত মিল। ভালোবাসা
রোকসানা খন্দকার রুকু
দু’প্রান্তে দুজন হলেও মন পরে রয় একই জায়গায়। তাইতো ক্যালেন্ডারের পাতা ভারী হয়, অপেক্ষায় থাকে প্রিয়জনের।
শুভকামনা সতত কবি🌹
শিরিন হক
কবি খেতাব প্রাপ্ত হবার জন্য সময় আসেনি প্রিয়।
ভালোবাসা অফুরান
জিসান শা ইকরাম
কাটাতারের বেড়ার সাধ্য কি দুজনকে বিচ্ছিন্ন করার।
স্মৃতি সবসময়ই স্থির, থমকে থাকে।
অনেকদিন পরে ফিরে আসলেন চমৎকার একটি কবিতা নিয়ে।
নিয়মিত লিখুন।
শুভ কামনা।
শিরিন হক
আপনার মন্তব্যে সবসময় অনুপ্রেরণার গন্ধ পাই।