
১
বাবা রিকশাওয়ালার উপর চিল্লাচ্ছেন। মোটরসাইকেলের পিছনে বসে আছি। আজ প্রথম ক্লাস। না না, ক্লাস ওয়ান বলিনি কিন্তু। ক্লাস সেভেনের প্রথম ক্লাস। বাবা সরকারি চাকুরীজীবী। প্রতি বছরই বাবার বদলি হয় আমার স্কুল চেঞ্জ করতে হয়। নতুন স্কুল, নতুন বন্ধু। ওহ, স্কুলে চলে এসেছি। একটু লেট হয়ে গিয়েছে।
২
মাথা নিচু করে পিছনের চেয়ারে গিয়ে বসলাম। প্রথমদিনই একটা স্যার এর বকা দিয়ে শুরু। একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম। কে জেনো শার্টের হাতা ধরে টানছে। হুঁশ আসলো।
একটা হাসি দিয়ে দুজনই সামনের দিকে তাকালাম। স্যার বীজগণিতের অঙ্ক কষছেন বোর্ডে।
৩
আজ কোন মতেই দেরী করা যাবে না। তাই রেডি হয়ে মোটরসাইকেলের পাশে দাড়িয়ে আছি। আব্বু নাস্তা করছেন। আমার জন্য বোধহয় শান্তিতে নাস্তাও করতে পারলেন না।
৪
নাহ, আজ ১৫ মিনিট আগেই ক্লাসে ঢুকে পরলাম। দেখি সজল বসে আছে। ওর পাশের চেয়ারে গিয়ে বসলাম। কালই ও আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল।
কাল যখন আমি ক্লাসে ঢুকেছিলাম তখনই খেয়াল করেছিলাম ক্লাসের পিছনে একটা চেয়ার পরে আছে। পুরো চেয়ারে ফাউন্টেন পেনের কালি দিয়ে মাখানো। তখন আমি সজলকে জিজ্ঞাসা করেছিলাম এই চেয়ারের কথা। ওটা নিয়েই কথা হচ্ছিল এখন।
[to be continued…]
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
আপনি একটু পড়ে দেখবেন । বানান ভুল হলে ঠিক করতে পারবেন
ফয়সাল খান
ধন্যবাদ, এখন থেকে আমি আরও সচেতন হব।
রেজওয়ানা কবির
জাফর ইকবালের একটা গল্পের মত,পুরোটা না কিছু অংশ।পরের পর্বের জন্য অপেক্ষা করছি।তবে বানানের দিকে একটু সচেতনতা দরকার।আমার নিজের ও বানান ভুল হয়।ভালো থাকবেন।শুভকামনা।
ফয়সাল খান
ধন্যবাদ ম্যাম, বানানের প্রতি আরও সচেতন হব।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনেক শুভ কামনা রইল
ফয়সাল খান
ধন্যবাদ, দোয়া করবেন ।
সুপর্ণা ফাল্গুনী
সূচনা টা ভালোই লেগেছে। আগামী পর্বের অপেক্ষায় রইলাম। স্কুল নিয়ে লেখা খুব ভালো লাগে সোনালী দিন ফিরে পাই। সোনেলার জন্মদিনের শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
ফয়সাল খান
সবার স্কুল লাইফ আসলে সোনালি হয় না… পরের পর্বে থাকছে চমক।
আরজু মুক্তা
ভালো লাগলো।
পরের পর্বের চমকের অপেক্ষায়
ফয়সাল খান
ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
আব্বু চল
আজ কোন মতেই দেরী করা যাবে না। তাই রেডি হয়ে মোটরসাইকেলের পাশে দাড়িয়ে আছি। আব্বু নাস্তা করছেন। আমার জন্য বোধহয় শান্তিতে নাস্তাও করতে পারলেন না।
আব্বুরা এইরকমই হয় ভাই।
ফয়সাল খান
বাবারা আসলেই এমন
মোঃ মজিবর রহমান
ঠিক তাই ভাই।
হালিম নজরুল
চেয়ারকাহিনীর পরবর্তী আকর্ষণের জন্য অপেক্ষায় থাকলাম।
ফয়সাল খান
আশা করি সেইরকম একটা চমক দিতে পারব
কামাল উদ্দিন
পরের পর্বের আকর্ষণটা রেখে দিলেন নাকি ভাই? ঠিক আছে সমস্যা নাই, সাথেই আছি।
ফয়সাল খান
আমি একটু অসুস্থ তো। চলে আসবে খুব তারাতারি। সাথেই থাকবেন।
কামাল উদ্দিন
আমরা কিন্তু অপেক্ষায় আছি ভাইজান।