
জলের ঢেউ মনের মাঝে-
কে দেখে- কে দেখে?
সাদা মেঘের আকাশ-
শুধু বৃষ্টি ভিজা মাটি!
কৈই মাছে, সাঁতার কাটে
চেং মাছে আরে লাফে;
পুকুর ঘাটে সোনালি রোদ
কাঁতলা মাছের ঝাকের পোদ-
চক্ষু জুরাই, দুঃখ সরে না
জোছনা রাতে রঙধনু
মনের মাঝে সাজে-
আরে চেং মাছে লাফে।
৯জৈষ্ঠ ১৪২৯, ২৩ মে ২২
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর চ্যাঙ মাছের লাফ কবি দা!
মুগ্ধতা ও শুভ কামনা রইল অন্তহীন।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা প্রেরণা দেওয়া জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
রোকসানা খন্দকার রুকু
ভাই এটা চ্যাং মাছের ছবি কি?
আলমগীর সরকার লিটন
আসলে নেটে যে ছবি পাইছি এড করেছি চেংমাছ এরকমী হয়
ভাল ও সুস্থ থাকবেন———–
মোঃ মজিবর রহমান
চেং মাছে লাফে, খোকাবাবু তাইতো ছোটে। সুন্দর ভালো লাগলো ভাই।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন——–
হালিমা আক্তার
ভালো লাগলো। আমি অবশ্য এ মাছের নাম শুনিনি আগে। এর কি আর কোনো নাম আছে।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন——–
নার্গিস রশিদ
চেং মাছ ,নাম টি শুনেই রংপুরের কথা মনে পরে গেল। অনেক ধন্যবাদ ।
আলমগীর সরকার লিটন
জি নার্গিস রশিদ আপা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————