
কেউ কেউ নিজেরাই বাড়ায় এ দুর্ভোগ।
কারো কারো চুলকায় শীত কিবা গরমে,
কেউ কেউ চুলকায় গোপনে বা শরমে ।
অন্যের ভালো দেখে খাউজানি বাড়ে খুব,
তাই কেউ চুলকিয়ে আন্ধারে দেয় ডুব।
শয়তানী বুদ্ধিতে কেউ মাথা চুলকায়,
কারো কারো চুলকানি জিহ্বা ও ফুলকায়।
কারো কারো চুলকানি ব্রেন আর কলমে,
এইসব চুলকানি যায় নাকো মলমে।
কেউ কেউ সাদা গায়ে চুলকিয়ে ঘা করে,
কেউ কেউ চুলকায় চোখ বুজে হা করে।
কারো কারো চুলকানি বংশের ধারাতে,
শত ওষুধেও ওটা পারে না তো সারাতে।
এইসব খাউজানি-চুলকানি থামাতে
নর্দমায় চুবিয়ে মাথা হবে কামাতে।
১০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর ছড়া কবি দা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
হালিমা আক্তার
যাদের চুলকায়, তাদের চুলকানি কোন মলমে ভালো হয় না। সুন্দর ছড়া। ভালো লাগলো। শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ আপা।
মনির হোসেন মমি
হাহাহা শেষটায় ঠিক আছে।সুন্দর ছড়া ।।ধন্যবাদ ভাই।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর সমাধান দিয়েছেন! খুব হাসলাম!
রম্যতা ও বাস্তবতায় ভরপুর।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
হালিম নজরুল
অফুরান ভালোবাসা ভাই।
নিতাই বাবু
হায়রে চুলকানি! লেখার শিরোনামের সাথে ছবিও বেশ মানিয়েছে, কবি দাদা।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়।