চির দুঃখী মা

মনির হোসেন মমি ২৬ এপ্রিল ২০১৪, শনিবার, ১১:৩২:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪ মন্তব্য

(y) মায়ের মতন আপন কেহ নাই -{@

জগতে যত আছে মায়ার সম্পর্কের জাল

সকলি পর সকলি স্বার্থপর

মা আমার

একদম

আপনের চেয়েও

আপন

(y)

কিছু কথা কিছু ব্যাথা যায় না বলা আর কাউকে

মা

আমার কথা মালার পুষ্পটি

গোপন ব্যাথা সহজে বুঝবার লক্ষীটি।

যৌবনে,বয়সের ভাটায় আসে যত

সন্তানের অসুভ ছায়া,কুষ্ঠকাঠিন্য

প্রিয়তমার স্বর্গীয় প্রেমে বিচ্ছেদ

দরদে উথলে যায় মায়ের নিঃস্বার্থ মন

মা

জগতে দেখেছ কি কোথাও এমন হৃদয়

পশু পাখি মানবকূলে মায়ের একই ভাষা

একই টান একই স্নেহ,মায়া মমতা

যে স্ব-উদর বোখা রেখে সন্তানকে করে ধন্য।

জনম্মেতে শুরু হয় মায়ের সেবা

শেষ করে মৃত্যুতে

হে আমার প্রিয় প্রিয়তমা করো না পর

মাকে

মা যে তোমার শিরমণি পৃথিবীতে আজকে

তোমার যে অবস্হান।

মা বড় না বউ বড়

ছি!একি কথা,

জম্মের শিকড় করিলে অস্বীকার

বউ থাকে কোথায়।

(y) মা-ছেলের নিবীর সম্পর্ক আর কোন সস্পর্ক দেখা যায়না।তবে মা ছেলের মাঝে কি কথা হয়েছিল তার বাপকেও রাখে অজানা।

এমনি করে সম্পর্কের মায়ার জালে বন্দী আছি আমরাও আজকে যারা বাপ হয়েছি মা হয়েছেন।সন্তানের প্রধান শিক্ষক হন তার মা সেজন্যে কোন এক বরেণ্য ব্যাক্তি বলেছিলেন "তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব"।সুতরাং মা জাতের কোন অবমূল্যায়ন যাতে না হয় সে দিকে আমাদের আরো সজাগ থাকা বাঞ্জনীয়।ডিজাইন:MOMI arts & photograf

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ