
সামনে আঁধারের কথা শুনলে
মেনে নেয়া কষ্ট সাধ্য হয়-
তবু কখন যে আঁধার আসে
কেউ কি বলতেও পারে না;
সবাই কেমন করে অপেক্ষায় থাকে!
এক নদীর নোনা জল খুব বুঝি
অথচ এতটাই সত্য ঘটনা ঘটে-
কিছুক্ষণ আরাধনায় বসি;
তারপর দূরের চাঁদ কাছে নিয়ে আসি
আলপনা জল্পনা এই শেষ-
প্রভাতফেরি শিশির সিক্ত আর দেখি না
এভাবেই আঁধারে চিরবন্দী।
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আজ আমরা বড্ড নিজের আধারে ডুবে যাচ্ছি বাউল দা। খুব ভালো লাগলো।
আলমগীর সরকার লিটন
সেটা অন্য আঁধার কিন্তু মৃত্যুর আঁধার ভাবি না
কবি মজিবর দা !
ভাল ও সুস্থ থাকবেন———–
মোঃ মজিবর রহমান
সব আধার আটকে যাচ্ছে সাংসারিক চিন্তায় সেটা বর্তমান ও ভবিষত।
আলমগীর সরকার লিটন
হু ঠিকই বলছেন দাদা ভাল আছেন ত
হালিমা আক্তার
জীবনের আঁধার মেনে নিতে হয়। হয়তো আঁধার শেষে একদিন আলো আসবে। কোন কিছু ই চিরস্থায়ী নয়। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি সুন্দর বলেছেন কবি আপু !
ভাল ও সুস্থ থাকবেন———
মনির হোসেন মমি
সুখবর বলে কয়ে হইহুল্লোর করে আসে দুঃখবর নীরবে চোখের জল ফেলে আচমকায় আসে।যদি বুঝা যেতো সত্যিই বিপদ তাহলে জীবন তা কন্ট্রোলে চেষ্টা করতো।
চমৎকার কবিতা।
আলমগীর সরকার লিটন
চমৎকার বলার জন্য অশেষ ধন্যবাদ জানাই
কবি মমি দা!
ভাল ও সুস্থ থাকবেন———
রিতু জাহান
আঁধার আছে বলেই আলোর এতো মায়া,,
আলমগীর সরকার লিটন
জি রিতু আপু হতে পারে কিন্তু মায়া ক্ষীণ
ভাল ও সুস্থ থাকবেন———
সৌবর্ণ বাঁধন
মানুষের মনের অন্তর্লীন যে অন্ধকার তা কোন জোছনায় দূরীভুত হয়না। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
হু ঐ অন্ধকার যদি বুঝত তাহলে
হায় হায় খায় খায় করতো না
কবি দা ! ভাল থাকবেন——–
সাবিনা ইয়াসমিন
আগাম ভয়ে ভীত মন সংকুচিত হয়ে থাকে, জানা থাকে সে আসবেই, শুধু সময়কাল নির্ধারিত থাকেনা। একমাত্র মৃত্যু সত্য। সবাইকেই সেই আঁধারে চিরবন্দী হতে হয়।
আলমগীর সরকার লিটন
এই একটা ভাব থাকতে হয়
তাহলে জীবন সার্থকতার চোখ দেখে
কবি আপু! ভাল ও সুস্থ থাকবেন——-
বোরহানুল ইসলাম লিটন
জীবন মানেই বন্দিশালা
একটু সুখ আর সবই জ্বালা!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত কবিদা।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর কমেন্ট করেছেন কবি দা
ভাল ও সুস্থ থাকবেন———-
নিতাই বাবু
সুখ আর দুখের মাঝেই আমি “চিরবন্দী”!
খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন, কবি লিটন দাদা।
আলমগীর সরকার লিটন
জি কবি নিতাই দা
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———–